Kolkata Hotel Fire Update: আগুন নিভতেই শুরু হল তল্লাশি, অভিশপ্ত হোটেলের ভিতরে মৃতদেহের সারি! মেছুয়ায় নির্মম পরিণতি

Last Updated:

হোটেলে থাকা কিছু মানুষ ছাদে গিয়ে আশ্রয় নিতে পারলেও সেই সুযোগটুকুও পাননি অনেকে৷ রাত সাড়ে এগারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসার পর নীচ থেকে এবং ছাদ দিয়ে হোটেলের ভিতরে ঢোকেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা৷

তখনও জ্বলছে মেছুয়ার হোটেল, ঘটনাস্থলে নগরপাল মনোজ ভার্মা৷
তখনও জ্বলছে মেছুয়ার হোটেল, ঘটনাস্থলে নগরপাল মনোজ ভার্মা৷
কলকাতা: মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ প্রথম আগুন দেখা যায় মেছুয়াবাজার এলাকার ঋতুরাজ হোটেলে৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকল৷ আগুন ভয়াবহ আকার নেওয়ায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একের পর এক ইঞ্জিন, পৌঁছয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী৷
মেছুয়া এলাকার অন্যতম পুরনো হোটেল ছিল হোটেল ঋতুরাজ৷ যে বহুতলে এই হোটেলটি ছিল, তার একতলায় ছিল একটি গুদাম৷ দোতলায় হোটেলের রেস্তোরাঁ৷ তিন থেকে ছ তলা পর্যন্ত ছিল হোটেলের আবাসিক এবং কর্মীদের থাকার ঘর৷
advertisement
advertisement
এ দিন রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগার পর হোটেলের উপরের তলার ঘরগুলিতে থাকা অনেকেই ছাদে গিয়ে আশ্রয় নেন৷ সেই সময়ই হোটেলের পাইপ বেয়ে উপর থেকে নামতে গিয়ে চার তলা থেকে নীচে পড়ে যান মনোজ পাসওয়ান নামে এক হোটেলকর্মী৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়৷ আরও এক কর্মীর হাত পা ভাঙে৷
advertisement
হোটেলে থাকা কিছু মানুষ ছাদে গিয়ে আশ্রয় নিতে পারলেও সেই সুযোগটুকুও পাননি অনেকে৷ রাত সাড়ে এগারোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসার পর নীচ থেকে এবং ছাদ দিয়ে হোটেলের ভিতরে ঢোকেন দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা৷ তিন থেকে ছ তলা পর্যন্ত হোটেলের ঘরে ঢুকে ঢুকে শুরু হয় তল্লাশি৷ তখনই উদ্ধার হয় একের পর এক দেহ৷ আগুন এত দ্রুত ভয়াবহ আকার ধারণ করে যে হোটেলের ভিতরে যাঁরা আটকে পড়েন, তাঁরা ছাদে যাওয়ার বা নীচে নেমে আসার সুযোগটুকুও পাননি৷ কার্যত জীবন্ত দগ্ধ হয়েই মৃত্যু হয় ওই ১৩ জনের৷
advertisement
বরাতজোরে হোটেলের ভিতর থেকে সাত জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে৷ হোটেলের ছাদে যাঁরা আটকে ছিলেন, তাঁদেরকেও হাইড্রলিক ল্যাডারের সাহায্যে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়৷ হোটেলের ভিতরে আর কোনও দেহ আটকে আছে কি না, তা খতিয়ে দেখতে রাতেও ফের তল্লাশি চালানো হয়৷
২০১০ সালে কলকাতার স্টিফন কোর্ট অগ্নিকাণ্ডে ৪৩ জনের মৃত্যু হয়েছিল৷ ২০১১ সালে ঢাকুরিয়ার আমরি হাসপাতালের আগুন প্রাণ কেড়েছিল প্রায় ৯০ জনের৷ তার পর অগ্নিকাণ্ডের জেরে এত বড় বিপর্যয় এই প্রথম ঘটল কলকাতায়৷ কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে দমকল এবং পুলিশ৷ মৃতদের পরিচয় জানার চেষ্টা চলছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Hotel Fire Update: আগুন নিভতেই শুরু হল তল্লাশি, অভিশপ্ত হোটেলের ভিতরে মৃতদেহের সারি! মেছুয়ায় নির্মম পরিণতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement