Rowing In Kolkata: জুন মাসে বাংলার হয়ে ডাল লেকে রোয়িং প্রতিযোগিতা অনিশ্চিত

Last Updated:

Rowing In Kolkata: ডাল লেকে অনুশীলন করাতে গেলে সিকিউরিটি নিয়ে সমস্যা আছে।তাই সেখানে কতটা সম্ভব হবে অনুশীলনের ক্ষেত্রে সেটা নিয়েও উৎকণ্ঠায় আছে ক্লাব কর্তৃপক্ষ।

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#কলকাতা: এ বার বাংলা থেকে রোয়িংয়ের টিম খুব সম্ভবত ডাল লেকের প্রতিযোগিতায় যেতে পারছে না। এই নিয়ে যথেষ্ট চাপে রয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এ বার ২০-২৬ জুন ডাল লেকে রোয়িং কম্পিটিশন হবে। সাবজুনিয়ার ১৩-১৫ বছর বয়স অবধি। এর আগে যাঁরা ন্যাশনাল জেতেনি।তাঁদের জন্যও চ্যালেঞ্জার্স বলে একটা ইভেন্ট হচ্ছে। ওটা ওপেন ইভেন্ট হয়। ক্লাবগুলোর পক্ষ থেকে পুলিশের কাছে, সিলেকশন ট্রায়ালের জন্য অনুরোধ করা হলে, পুলিশের পক্ষ থেকে না বলে দেওয়া হয় ক্লাবগুলোকে।তারা জানান ,ন্যাশনাল ট্রাইব্যুনাল থেকে কেএমডি-এ কোনও অনুমতি না পেলে, এখন আর লেকে কোনও ভাবে রোয়িং করা সম্ভব নয়। ক্লাবকর্তা সুব্রত গুহ জানান, 'অন্য কোনও জায়গায় রোয়িং অনুশীলন করতে যেতে হবে। সেটা হায়দরাবাদ কিংবা ডাল লেকে হতে পারে। সেটা কতটা সম্ভব হবে? সেটা নিয়ে প্রশ্ন আছে। রাজ্যে রোয়িংয়ের কোনো জায়গা নেই আর।'
ডাল লেকে অনুশীলন করাতে গেলে সিকিউরিটি নিয়ে সমস্যা আছে।তাই সেখানে কতটা সম্ভব হবে অনুশীলনের ক্ষেত্রে সেটা নিয়েও উৎকণ্ঠায় আছে ক্লাব কর্তৃপক্ষ।  লেকে সকাল ও বিকেলে ভ্রমণে আসা লোকেদের বক্তব্য, পরিবেশ প্রেমীরা একটি তেলে চালিত স্পিড বোটের জন্য আইন করে বন্ধ করে দিল।সেখানে দেখা গেল,মানুষের জীবনের থেকে মাছের জীবনের দাম অনেক বেশি। তারা এও বলেন, লেকের ঘাস থেকে আরম্ভ করে গাছ কাটাই মেশিন। সবই তেল দিয়ে চালিত মেশিন কাটা হচ্ছে।সেখানে কেন দূষণের প্রশ্ন উঠছে না?  যেখানে খেলায় রাজ্য কিংবা দেশের সম্মান জড়িয়ে থাকে। সেহেতু খেলা নিয়ে এসব করা ঠিক নয় বলে দাবি করেছে লেকে আসা মানুষজন।
advertisement
advertisement
সবার একটাই অভিযোগ ,লেকের জলে যে ভাবে শ্যাওলা রয়েছে।কেউ নামলেই তাদের পা জড়িয়ে যায়।সাঁতার দেওয়া খুব কঠিন হয়ে পড়ে।উপরন্তু লেকের জল পরিষ্কার হয় না। যার ফলে দূষণ ছড়াচ্ছে। মাছ মারা যাচ্ছে।  তবে রোয়িং এর মতো একটি খেলা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ রাখা হল। সেটা নিয়েই আফসোস করছে,ক্রীড়াপ্রেমীরা।
advertisement
SHANKU SANTRA
বাংলা খবর/ খবর/কলকাতা/
Rowing In Kolkata: জুন মাসে বাংলার হয়ে ডাল লেকে রোয়িং প্রতিযোগিতা অনিশ্চিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement