#কলকাতা: মেট্রো রেলের লোহার সামগ্রী চুরি করার অভিযোগে গোডাউন মালিক সহ গ্রেফতার ৫ জন। নিউটাউনে নির্মীয়মান মেট্রো রেল স্টেশনগুলিতে ঘটে চলছিল একের পর এক চুরির ঘটনা!
গতকাল রাতভর তল্লাশি চালিয়ে নিউ টাউনের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ৪ জন চোরকে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এই চোরের দল চোরাই মাল বিক্রি করত চিনারপার্কের কাছে আটঘরার একটি গোডাউনে। রাতে নিউ টাউন থানার পুলিশ সেই গোডাউনে হানা দিয়ে চুরি যাওয়া মেট্রো রেলের লোহার সামগ্রী উদ্ধার করে। গ্রেফতার করা হয় গোডাউনের মালিক রহিত জয়সওয়ালকেও। আজ ধৃতদের বারাসত আদালতে তোলা হবে।
আরও পড়ুন-চিংড়িহাটা মোরে উলটে গেল গাড়ি! গুরুতর আহত ১ মহিলা