চিংড়িহাটা মোড়ে উলটে গেল গাড়ি! গুরুতর আহত ১ মহিলা
Last Updated:
চিংড়িহাটা মোরে উলটে গেল গাড়ি! গুরুতর আহত ১ মহিলা
#কলকাতা: চিংড়িহাটা মোড়ে পথদুর্ঘটনায় আহত ১ মহিলা। জানা গিয়েছে, তিনিই গাড়ি চালাচ্ছিলেন। উল্টোডাঙার দিক থেকে মারুতি 800 গাড়ি নিয়ে সাইন্সসিটির দিকে যাচ্ছিলেন। চিংড়িহাটা মোরের কাছে এসে হঠাৎ করেই নিয়ন্ত্রন হারিয়ে ফেলে গাড়িটি। আর তারপরেই ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।
স্থানীয় বেলেঘাটা ট্রাফিকের কর্মীরা মহিলা এবং গাড়িটিকে উদ্ধার করেছে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে মহিলাকে।
advertisement
Location :
First Published :
May 30, 2018 2:34 PM IST