Cyclone Yaas update: দিঘা থেকে ৪২০ কিমি দূরে ফুঁসছে ইয়াস, কতটা দুর্যোগের সম্ভাবনা বাংলায়?

Last Updated:

Cyclone Yaas update| এই মুহূর্তে দিঘা থেকে ঠিক ৪২০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস, পারাদ্বীপ থেকে তার দূরত্ব ৩২০ কিলোমিটার। গোটা রাজ্যের প্রশ্ন ঠিক কোথায় আছড়ে পড়বে (Cyclone Yaas Landfall) এই ঘূর্ণিঝ়ড়?

#কলকাতা: আমফানের স্মৃতি উসকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস (Cyclone Yaas)।এই মুহূর্তে দিঘা থেকে ঠিক ৪২০ কিলোমিটার দূরে রয়েছে ইয়াস, পারাদ্বীপ থেকে তার দূরত্ব ৩২০ কিলোমিটার। গোটা রাজ্যের প্রশ্ন ঠিক কোথায় আছড়ে পড়বে (Cyclone Yaas Landfall) এই ঘূর্ণিঝ়ড়? আবহবিদরা শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে বলছেন, পারাদ্বীপ ও দিঘার মধ্যবর্তী অংশ দিয়ে এই ঝড়ের চোখ যাবে। তার ব্যপ্তি থাকবে অনেকাংশ জুড়ে। আজ মঙ্গলবার থেকেই এই সাইক্লোনের প্রভাবে ঝোড়ো বাতাস বইবে জেলায় জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলিতে। বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্বাস্থ্য, বিদ্যুৎ-সহ রাজ্য প্রশাসনের অনান্য দফতরগুলি যুদ্ধকালীন তৎপরতায় সাইক্লোন মোকাবিলার প্রস্ততি নিচ্ছে। চালু হয়েছে কন্ট্রোল রুম।
ইয়াস-এর সতর্কবার্তা থাকা জেলা গুলোতে দলীয় বিধায়কদের মুখ্যমন্ত্রী চারটি নির্দেশ দিয়েছেন। ১) জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকতে হবে। ২) উপকূলবর্তী অঞ্চলে থেকে মানুষকে সরিয়ে এনে খাওয়ার ব্যবস্থা করতে হবে। ৩) যতক্ষণ দুর্যোগ না কাটছে ও নিজের বিধানসভা অঞ্চলে সর্বক্ষণ নজর রাখতে হবে। ৪) দুর্যোগ কেটে যাওয়ার পর ঘরবাড়ি তৈরি থেকে শুরু করে, যাবতীয় প্রয়োজনে মানুষের পাশে থাকতে হবে। সেই নির্দেশ মেনেই জেলায় জেলায় চলছে ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতি।
advertisement
আশঙ্কার বিষয় ইতিমধ্যেই ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, মুড়িগঙ্গা-সহ সহ বহু জায়গায় সমুদ্র উপচে জল উঠতে শুরু করেছে। গতকাল থেকেই শুরু হয়েছে কয়েক লক্ষ মানুষকে রিলিফ সেন্টারে পৌঁছে দেওয়ার কাজ।
advertisement
মৌসম ভবন বলছে ইয়াস স্থলভাগে আছড়ে পড়ার সময়ে তার গতিবেগ থাকতে পারে ১৫৫-১৬৫ কিলোমিটার। তবে ঝড়ের তেজ টের পাওযা যাবে অনেকটা আগেই। বুধবার সকালেই দুই মেদিনীপুরে ১০০-১২০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। ৮০-৯০ কিলোমিটার বেগেঝড় বইতে পারে উত্তর চব্বিশ পরগণা, ঝাড়গ্রামেও। ইয়াসের প্রভাবে দুর্যোগের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়াতেও। বৃহস্পতিবারও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Yaas update: দিঘা থেকে ৪২০ কিমি দূরে ফুঁসছে ইয়াস, কতটা দুর্যোগের সম্ভাবনা বাংলায়?
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement