Modi To Visit Yaas Impact : আমফানের বছর ঘুরতেই ইয়াস-তাণ্ডব, ক্ষয়ক্ষতি দেখতে আজ বাংলা-ওড়িশায় মোদি!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
কপ্টারে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শন (Modi To Visit Yaas Impact) করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। রাজধানী দিল্লি থেকে আকাশপথে প্রথমে পৌঁছবেন ভুবনেশ্বর। সেখানে ক্ষয়ক্ষতি নিয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এরপরে ফের আকাশপথে বালাসোর, ভদ্রকের বিপর্যস্থ এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। পৌঁছবেন পূর্ব মেদিনীপুরেও।
প্রধানমন্ত্রী নয়াদিল্লি থেকে ভুবনেশ্বর এসে পৌঁছবেন সকাল ১০ টা ৫০ মিনিটে। বেলা ১১ টা নাগাদ ওড়িশার ভুবনেশ্বরে উচ্চপদস্থ প্রশাসনিক কর্তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক রয়েছে তাঁর। তারপর বেলা ১২ টা ১০ নাগাদ আকাশপথে বালাশোর, ভদ্রক ও পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। কলাইকুন্ডায় বায়ুসেনার ঘাঁটিতে ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পর্যালোচনা বৈঠক সারবেন তিনি। এরপর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় মোদির সঙ্গে বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকের সময় সম্ভবত উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।
advertisement
শুক্রবার কপ্টারে প্লাবিত এলাকাগুলি পরিদর্শন করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার পর হিঙ্গলগঞ্জ ও সাগরে তাঁর পর্যালোচনা বৈঠক। সেখান থেকে চলে যাবেন পূর্ব মেদিনীপুর। শনিবার দিঘায় পর্যালোচনা বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতবছর আমপানের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কপ্টারে ছিলেন মুখ্যমন্ত্রী।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 28, 2021 10:52 AM IST






