Cyclone Jawad update: ৪২টি রিলিফ ক্যাম্প, ১১৫ টি সাইক্লোন সেন্টার, আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ, বিপর্যয় মোকাবিলা দফতরের ছুটি বাতিল

Last Updated:

মূলত, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার প্রতি বিশেষ নজর নবান্নের। এই দুই জেলায় বেশি সংখ্যক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে

দুর্যোগ মোকাবিলায় একগুচ্ছ ব্যবস্থা
দুর্যোগ মোকাবিলায় একগুচ্ছ ব্যবস্থা
#কলকাতা: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ (Cyclone Jawad update)। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুরু হয়েছে বৃষ্টি। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (Cyclone Jawad update)। আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গে (Cyclone Jawad update)।
বিপর্যয় মোকাবিলার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ, বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের ছুটি বাতিল করল নবান্ন। অন্যদিকে, কন্ট্রোলরুম মনিটর সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিব। মূলত, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার প্রতি বিশেষ নজর নবান্নের। এই দুই জেলায় বেশি সংখ্যক মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাকে প্রতি ঘণ্টায় নবান্নে রিপোর্ট পাঠাতে হচ্ছে। পর্যটকদের অনুরোধ করা হয়েছে হোটেল ছেড়ে বেরিয়ে যেতে। দক্ষিণ ২৪ পরগনায় এখনও পর্যন্ত ১৪ হাজার ৩৭৫ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রিলিফ ক্যাম্প করা হয়েছে ৪২ টি। ১১৫ টি সাইক্লোন সেন্টার তৈরি রাখা হয়েছে। কলকাতার যে-যে অংশে  ভারী বৃষ্টি হলে সাধারণত জল জমে, সেই সমস্ত জায়গা থেকে জল বের করার জন্য পৌরসভাকে বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন।
advertisement
advertisement
আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে কলকাতায় (Cyclone Jawad live tracking)। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সর্তকতা জারি হয়েছে (Cyclone Jawad live tracking)। রবিবার অতি ভারী বৃষ্টির সর্তকতা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝারগ্রামে।
advertisement
ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া ও মুর্শিদাবাদে (Cyclone Jawad update)। সোমবার ভারী বৃষ্টির সর্তকতা দুই ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে (Cyclone Jawad update)। ঝোড়ো হাওয়ার দাপট থাকবে শুধু দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। ৩০-৫০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে (Cyclone Jawad update)। সমুদ্রে ঝোড়ো হাওয়ার গতী থাকবে প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৫৫ কিমি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Cyclone Jawad update: ৪২টি রিলিফ ক্যাম্প, ১১৫ টি সাইক্লোন সেন্টার, আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ, বিপর্যয় মোকাবিলা দফতরের ছুটি বাতিল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement