পঞ্চায়েত ভোটের আগে ১২ লক্ষেরও বেশি পড়ুয়াকে সাইকেল, নির্দেশ নবান্নের
- Published by:Satabdi Adhikary
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই প্রশাসনিক দিক থেকে কোথাও কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল সরকার। জেলায় জেলায় সাইকেল পৌঁছে দেওয়া নিয়ে তাই প্রশাসনিক স্তরে তৎপরতা চরমে
#কলকাতা: সবুজ সাথীর সাইকেল পেতে চলেছে আরও ১২ লক্ষেরও বেশি পড়ুয়া। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের আগেই এই প্রক্রিয়া সুসম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে।
বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। তাই প্রশাসনিক দিক থেকে কোথাও কোনও খামতি রাখতে চাইছে না তৃণমূল সরকার। জেলায় জেলায় সাইকেল পৌঁছে দেওয়া নিয়ে তাই প্রশাসনিক স্তরে তৎপরতা চরমে। ইতিমধ্যেই সবুজ সাথী পোর্টালের মাধ্যমে সাইকেল দেওয়ার জন্য নির্দেশিকা জারি করে দিয়েছে রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতর। আগামী ৫-৭ দিনের মধ্যেই সেই শুরু হচ্ছে প্রক্রিয়া।
advertisement
advertisement
এই নিয়ে অষ্টম পর্যায়ে সবুজ সাথী পোর্টালের মাধ্যমে সাইকেল দেওয়ার জন্য নির্দেশিকা জারি করল রাজ্য। সাধারণত, নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের এই সাইকেল দেওয়া হয়। সূত্রের খবর, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই অষ্টম পর্যায়ে সবুজ সাথী পোর্টালের মাধ্যমে সাইকেল বিলি প্রক্রিয়া শুরু হবে।
advertisement
জানা গিয়েছে, ২০২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির ১২ লক্ষ ২৭ হাজার ৪৮৭ জন ছাত্রছাত্রী সাইকেল নেওয়ার জন্য সবুজ সাথী পোর্টালের মাধ্যমে তাঁদের নাম নথিভুক্ত। আগামী তিন মাসের মধ্যে সেই পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হবে বলে নবান্ন সূত্রে খবর।
আরও পড়ুন : রাজস্থানের পুষ্করের মন্দিরে আজ দুপুরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ইতিমধ্যেই বাঁকুড়া জেলায় সাইকেল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে ৬১৫টি জায়গা থেকে সাইকেল দেওয়া হবে রাজ্যের ৮৭৬৩ টি স্কুলকে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে সাইকেল বিলির প্রক্রিয়া শেষ করা যায়, তার জন্য জেলাশাসকদের বিশেষ নির্দেশ দিয়েছে নবান্ন। প্রত্যেকটি জেলায় আগামী ২০ ডিসেম্বরের মধ্যেই যাতে ৪ হাজার করে সাইকেল পাঠানো যায়, সে বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জেলাশাসকদের জানানো হয়েছে।
advertisement
এর পাশাপাশি, যে জায়গাগুলি থেকে সাইকেল দেওয়া হবে, সেখানে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়, তার জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছে অনগ্রসর কল্যাণ দফতর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে একটি প্রশাসনিক সভা থেকে রাজ্যে সাইকেল হাব তৈরির ঘোষণা করেন। ইতিমধ্যে সাইকেল হাব তৈরি করার জন্য কয়েকটি সংস্থা ও আগ্রহ প্রকাশ করেছে। তাদের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি ও স্বাক্ষর হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 06, 2022 1:28 PM IST