CV Ananda Bose To Mamata: নিভল রাজভবনের আলো! '..এনাফ ইজ এনাফ...' আরজি কর নিয়ে মুখ্যমন্ত্রীকে 'বিশেষ' নির্দেশ রাজ্যপালের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলোও। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও।
কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস খুন ও ধর্ষণের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল। বাংলার জনগণের আবেগকে প্রশমিত করতে এবং রাজ্যে মহিলাদের সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করে আইন-শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখতে যথোপযুক্ত পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
আর জি কর কাণ্ডের প্রতিবাদে নিভল রাজভবনের আলোও। বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের ডাক দেন জুনিয়র চিকিৎসকরা। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আলো নিভল ভিক্টোরিয়া মেমোরিয়ালেরও।
আর জি কর কাণ্ডের পর তিন সপ্তাহেরও বেশি সময় পার। অথচ এখনও দায়িত্ব নেওয়ার পরে এই তদন্তের ভিত্তিতে কাউকে গ্রেফতার বা আটক করেনি সিবিআই। অন্যদিকে সুপ্রিম কোর্টেও আগামিকালের শুনানি পিছিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কবে মিলবে সুবিচার, এই দাবিতে পথে নেমে আন্দোলনে শামিল হন প্রায় গোটা শহরবাসী। গলি থেকে রাজপথ, বুধবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের ডাকে এক ঘণ্টা আলো নিভিয়ে অভিনব প্রতিবাদে পথে নেমেছেন মানুষ। সেই ডাকে সাড়া দিয়ে রাজভবনের আলো নেভালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আঁধারে ঢাকল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরও।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 04, 2024 11:27 PM IST