কেনার আগে সাবধান! ওজন বাড়ানোর জন্য পাওয়ার ব্যাঙ্কে ভরা হচ্ছে মাটি!
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:SHANKU SANTRA
Last Updated:
Fraud: অভিযোগ, এক ব্যক্তি এই পাওয়ার ব্যাঙ্ক কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন,তাতে চার্জ থাকছে না
কলকাতা : ট্রেনে,বাসে বৈদ্যুতিন জিনিস বিক্রি হয়।এই মুহূর্তে মোবাইল অ্যাক্সেসরিজ জিনিসপত্র বেশি বিক্রি হয় বিভিন্ন জায়গায়। লোকাল ট্রেন,দূরপাল্লার ট্রেন কিম্বা দূর পাল্লা বাস স্ট্যান্ডে মোবাইল ফোনের আনুষঙ্গিক জিনিসপত্র প্রচুর পরিমাণে বিক্রি হতে দেখা যায়।বিশেষ করে মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক, ব্লুটুথ হেডফোন ,সাধারণ হেডফোন পেনড্রাইভ ইত্যাদি।
ধর্মতলা বাস স্ট্যান্ডে দেখা গেল মোবাইলের আনুষঙ্গিক জিনিসপত্র বিক্রি করছে বেশ কয়েকজন হকার। অভিযোগ, এক ব্যক্তি এই পাওয়ার ব্যাঙ্ক কিনে নিয়ে বাড়িতে গিয়ে দেখেন,তাতে চার্জ থাকছে না। তিনি নিকটবর্তী মোবাইল মিস্ত্রির কাছে পাওয়ার ব্যাংকটি নিয়ে যান। সেখানে গিয়ে পাওয়ার ব্যাঙ্কটি খুলে দেখেন ভিতরে মোবাইলের একটি খারাপ লিথিয়াম ব্যাটারি রয়েছে।আর বাদবাকিটা মাটি দিয়ে ওজন বাড়ানো হয়েছে।এই দৃশ্য দেখে তাঁর চক্ষু চড়ক গাছ।
advertisement
আরও পড়ুন : এপ্রিলে আসছে চান্দ্রেয়ীর 'বরফি', মুক্তি পেল টিজার ও পোস্টার
আজ ধর্মতলা একটি হকারের থেকে পাওয়ার ব্যাংক নিয়ে খুলে দেখা গেল সত্যি ভেতরে মাটি রয়েছে।সেই হকার স্বীকার করলেন,এত কম টাকায় এই পাওয়ার ব্যাঙ্ক কি পাওয়া যায়?অনেক মানুষ রয়েছেন,তাঁরা সস্তায় জিনিস খোঁজেন। তার জন্য তারা হুবহু নকল মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক থেকে আরম্ভ করে হেডফোন বিক্রি নেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুন : কেন বাড়ির বাইরে উঠোনে থাকে তুলসিমঞ্চ, সহজ উপায়ে তুলসিগাছ চিরসবুজ ও তরতাজা রাখুন বছরভর
ভুক্তোভোগীদের দাবি, পুলিশ দিয়ে এদের গ্রেফতার করিয়ে দেওয়া উচিত।বাসস্ট্যান্ডের কর্তব্যরত এক পুলিশকর্মী জানালেন,"যতদিন পর্যন্ত ক্রেতা এবং বিক্রেতা নিজেদের পছন্দ এবং চাওয়া নিয়ে সচেতন না হবে,ততদিন পর্যন্ত পুলিশ কেন, কেউ কিছু করতে পারবে না।"
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 23, 2023 5:49 PM IST