নোবেলজয়ী অভিজিৎকে ডি-লিট দেওয়ার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে খুশি রাজ্যপাল

Last Updated:

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে কার্যত বিতর্কে এর অবসান। "কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত সঠিক ও সময়োপযোগী। আচার্য হিসেবে আমি ক

#কলকাতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন ২৮ জানুয়ারি৷ তার ৭২ ঘণ্টা আগে বিশ্ববিদ্য়ালয়ের প্রশংসায় পঞ্চমুখ রাজ্য়পাল জগদীপ ধনখড়৷ কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কে ডি-লিট দেওয়ার সিদ্ধান্তের প্রশংসায় রাজ্যপাল তথা আচার্য। নোবেলজয়ী অর্থনীতিবিদকে ডি-লিট দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করে রাজ্য়পাল বিবৃতি দেন ‘আচার্য হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে আমি গর্বিত ও আপ্লুত। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত শুধু রাজ্য নয়, সারা দেশই  প্রশংসা করছে।’ তবে বিশ্ববিদ্য়ালয় সূত্রে খবর, নোবেলজয়ীর ডি-লিট শংসাপত্রে  সমাবর্তন দিনেই সই করবেন আচার্য।
গত বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে রাজ্যপাল -রাজ্য কার্যত সংঘাতের পরিবেশই ছিল। কখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি-লিট দেওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়ে রাজ্যপালের বিশ্ববিদ্যালয়কে ফাইল ফেরত পাঠানো, কখনও উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দোপাধ্যায়কে রাজভবনে ডাকলেও তাঁর না যাওয়া, আবার কখনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের  আমন্ত্রণপত্রে রাজ্যপাল তথা আচার্যের নাম না ছাপানো। শুধু তাই নয়, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন এর সেনেট বৈঠকে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন জগদীপ ধনখড়৷ সেই বৈঠকও স্থগিত হয়ে যায়। ওইদিন বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে উপাচার্যের ঘর তালাবন্ধ দেখে ফিরতে হয়েছিল রাজ্যপালকে। যার জেরে উপাচার্যের  ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যপাল।
advertisement
তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনকে কেন্দ্র করে বিতর্ক চললেও রাজ্যপাল অবশ্য সেভাবে কোনও মন্তব্য করেননি৷ শেষমেশ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে বিবৃতি জারি করলেন রাজ্যপাল।কোনও বিতর্ক নয়, বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের তরফে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক  বন্দোপাধ্যায় কে ডি-লিট দেওয়ার সিদ্ধান্তের প্রশংসাই করেন রাজ্যপাল। বিবৃতিতে তিনি এও বলেন ‘আগামী দিনে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদের বিভিন্ন বই পড়তেও আগ্রহী। এদিকে  বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সমাবর্তন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন৷
advertisement
advertisement
SOMRAJ BANDOPADHAY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নোবেলজয়ী অভিজিৎকে ডি-লিট দেওয়ার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তে খুশি রাজ্যপাল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement