‘বাংলার বাড়ি’র টাকা পাবে আরও ১৬ লক্ষ! প্রশাসনিক কাজে গতি আনতে শুক্রে বৈঠক নবান্নে

Last Updated:

এস আই আর এর মধ্যেই প্রশাসনিক কাজেও গতি আনতে চায় নবান্ন। সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির কাজে গতি আনতে বৈঠক।

সোশ্যাল মিডিয়ার প্রচারে জোর নবান্নর, ইলেকট্রনিক সার্ভারের মাধ্যমে ডিজিটাল স্ক্রিনিং! মন্ত্রিসভায় একাধিক বড় সিদ্ধান্ত
সোশ্যাল মিডিয়ার প্রচারে জোর নবান্নর, ইলেকট্রনিক সার্ভারের মাধ্যমে ডিজিটাল স্ক্রিনিং! মন্ত্রিসভায় একাধিক বড় সিদ্ধান্ত
কলকাতা: এস আই আর এর মধ্যেই প্রশাসনিক কাজেও গতি আনতে চায় নবান্ন। সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলির কাজে গতি আনতে বৈঠক। আগামীকাল শুক্রবার সকাল ১১ টা থেকে জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক মুখ্য সচিবের। সূত্রের খবর অনুযায়ী, জল – জীবন – মিশন, বাংলার বাড়ি, পথশ্রী প্রকল্প নিয়ে বৈঠকে বসছে নবান্ন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বর থেকেই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে আরও ১৬ লক্ষ উপভোক্তাকে দেওয়া হবে টাকা। পথশ্রী প্রকল্পে ইতিমধ্যেই অর্থ বরাদ্দ করেছে নবান্ন। জেলায় জেলায় প্রকল্পগুলির অগ্রগতি কতদূর তা নিয়ে রিপোর্ট নেবেন মুখ্য সচিব।
advertisement
advertisement
বাংলার বাড়ি প্রকল্পের সমীক্ষা কতদূর হল তা নিয়েও রিপোর্ট নেবেন কালকের বৈঠকে মুখ্য সচিব। কাল সকাল ১১ টা থেকে দফায় দফায় বৈঠক করবেন নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থ বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগেই গ্রামীণ জনতাকে বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের সূচনা করেছিলেন। এই প্রকল্পে প্রাপকদের তালিকা নিয়ে ওঠে একাধিক অভিযোগ। সে সময় মুখ‍্যমন্ত্রী জানিয়েছিলেন । তালিকা নিয়ে কোনও অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রীকেও অভিযোগ জানানো যাবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বাংলার বাড়ি’র টাকা পাবে আরও ১৬ লক্ষ! প্রশাসনিক কাজে গতি আনতে শুক্রে বৈঠক নবান্নে
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement