Governor Chief Secretary Meet|| মুখ্যসচিব-রাজ্যপাল বৈঠকে কাটল রাত-দিনের বিভ্রান্তি, বিধানসভার অধিবেশন শুরু ৭ মার্চ
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
CS HK Dwibedi met Governor Jagdeep Darkhar: বিধানসভার অধিবেশন শুরু হবে ৭ মার্চ দুপুরে, জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। মুখ্য সচিব রাজভবন এ গিয়ে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।
#কলকাতা: বিধানসভার অধিবেশন শুরু হবে ৭ মার্চ দুপুরে, জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল। মুখ্য সচিব রাজভবন এ গিয়ে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। তারপর রাজ্যপাল জানান, আগামী ৭ মার্চ দুপুর ২'টো থেকে শুরু হবে অধিবেশন। রাজ্যপালের দাবি, মুখ্যসচিব জানিয়েছেন, সমস্ত পেন্ডিং ইস্যু ১৫ দিনের মধ্যে সমাধান হবে। এর আগে মঙ্গলবারও রাজ্যপালের (Governor Chief Secretary Meet) সঙ্গে দেখা করতে রাজভবনে গিয়েছিলেন রাজ্যর মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী।
এ দিন সকালে ট্যুইট করে মুখ্য সচিবের (Chief Secretary) রাজভবনে সাক্ষাতের বিষয়ে জানান খোদ রাজ্যপাল। সকাল ১১ টায় তাঁর সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছন মুখ্যসচিব। বৈঠক শেষে ৭ মার্চ দুপুর ২টোয় অধিবেশনের সিদ্ধান্তের কথা জানানো হয় রাজ্যপালকে। এরপরে অধিবেশনের বিজ্ঞপ্তি প্রকাশ করেন রাজ্যপাল।
WB Guv: Summoning WBLA Invoking article 174 (1) of Constitution, accepting Feb 28 Cabinet Decision, Assembly has been summoned to meet on March 07, 2022 at 2.00 PM. Chief Secretary has assured of effecting constitutional compliance of all pending issues not later than 15 days. pic.twitter.com/DjXpuAhFTg
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 3, 2022
advertisement
advertisement
আরও পড়ুন: করোনা পরীক্ষা কারা করাবেন? কাদের প্রয়োজন নেই? রাজ্যের নয়া নির্দেশিকা জারি...
প্রসঙ্গত, এরইমধ্যে দিন কয়েক আগে একটি ট্যুইট বার্তায় রাজ্যপাল (Governor Jagdeep Dhankhar) উল্লেখ করেন, রাত ২ টোয় বিধানসভা অধিবেশন ডাকা হচ্ছে। এই ঘটনা ঐতিহাসিক ও নজিরবিহীন বলেও আখ্যা দেন তিনি। রাজ্যপাল দাবি করেন, মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, কেন এ ভাবে রাত ২ টোয় বিধানসভা অধিবেশন ডাকতে চাইছে সরকার, তার জবাবও তলব করেন তিনি। মন্ত্রিসভার তরফে যে চিঠি পাঠানো হয়েছিল, তার প্রতিলিপিও ট্যুইট করে পোস্ট করেছিলেন রাজ্যপাল। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকেও পাঠিয়েছিলেন তিনি।
advertisement
উল্লেখ্য, আদতে নবান্নের পাঠানো চিঠিতেই রাত ২ টোর কথা লেখা ছিল। এএম ও পিএম-এর সমস্যাতেই এই বিভ্রান্তি। ওই চিঠিতে প্রথমে দুপুর ২ টো (2 P.M.)-র কথা উল্লেখ করা হলেও, শেষের দিকে লেখা ছিল রাত ২ টো (2 A.M.)। আর সেটা নিয়েই তৈরি হয় বিভ্রান্তি।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 03, 2022 1:00 PM IST