Crime News: গ্রেফতার ৩ অস্ত্র ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ফের বিবাদি বাগের অস্ত্র বিপণিতে এসটিএফ!

Last Updated:

Crime News: বিবাদি বাগের অস্ত্র বিপণিতে রাজ‍্য পুলিশের এসটিএফের দল। বিপণির গ্রেফতার হওয়া তিন মালিককে নিয়ে ফের অভিযানে এসটিএফ। দোকানের কর্মচারীদের ডাকা হয়েছে। তাঁরাও এসেছেন।

News18
News18
কলকাতাঃ বিবাদি বাগের অস্ত্র বিপণিতে রাজ‍্য পুলিশের এসটিএফের দল। বিপণির গ্রেফতার হওয়া তিন মালিককে নিয়ে ফের অভিযানে এসটিএফ। দোকানের কর্মচারীদের ডাকা হয়েছে। তাঁরাও এসেছেন।
আরও পড়ুনঃ ‘খুব বেশি দূর…’, বউমা ঐশ্বর্যকে নিয়ে এ কোন ভবিষ্যদ্বাণী করেছিলেন অমিতাভ?
হড়ায় (Rahara) অস্ত্র উদ্ধার কাণ্ডে এবার বেঙ্গল STF-এর জালে কলকাতার অস্ত্র দোকানের তিন মালিক। এসটিএফ সূত্রে দাবি, বাজেয়াপ্ত ৪১টি বন্দুক ছাড়াও দোকানের অন্যান্য বন্দুকের স্টক ও অস্ত্রাগারে থাকা অস্ত্রের বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই ধৃত তিন মালিককে আনা হয়েছে।ডাকা হয়েছে কর্মচারীদের। মূলত স্টক মিলিয়ে দেখা এবং সম্প্রতি এই বিপণি থেকে কত সংখ্যক বন্দুক বিক্রি হয়েছে তা খতিয়ে দেখতে এসেছে টিম।
advertisement
advertisement
চলতি বছরের অগাস্ট মাসে রহড়ার রিজেন্ট পার্ক যোগীপাড়ায় একটি অ্যাপার্টমেন্টে হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল মধুসূদন মুখার্জীকে। প্রথমে ঘটনাটির তদন্তে নেমেছিল রহড়া থানার পুলিশ। পরে সেই ঘটনার তদন্তের দায়িত্ব যায় বেঙ্গল এসটিএফ-এর হাতে। সেই ঘটনার তদন্তে নেমেই বিবাদী বাগের এই নামী অস্ত্রের দোকানের হদিশ পান তদন্তকারীরা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime News: গ্রেফতার ৩ অস্ত্র ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ফের বিবাদি বাগের অস্ত্র বিপণিতে এসটিএফ!
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement