Crime News: গ্রেফতার ৩ অস্ত্র ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ফের বিবাদি বাগের অস্ত্র বিপণিতে এসটিএফ!
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Crime News: বিবাদি বাগের অস্ত্র বিপণিতে রাজ্য পুলিশের এসটিএফের দল। বিপণির গ্রেফতার হওয়া তিন মালিককে নিয়ে ফের অভিযানে এসটিএফ। দোকানের কর্মচারীদের ডাকা হয়েছে। তাঁরাও এসেছেন।
কলকাতাঃ বিবাদি বাগের অস্ত্র বিপণিতে রাজ্য পুলিশের এসটিএফের দল। বিপণির গ্রেফতার হওয়া তিন মালিককে নিয়ে ফের অভিযানে এসটিএফ। দোকানের কর্মচারীদের ডাকা হয়েছে। তাঁরাও এসেছেন।
আরও পড়ুনঃ ‘খুব বেশি দূর…’, বউমা ঐশ্বর্যকে নিয়ে এ কোন ভবিষ্যদ্বাণী করেছিলেন অমিতাভ?
হড়ায় (Rahara) অস্ত্র উদ্ধার কাণ্ডে এবার বেঙ্গল STF-এর জালে কলকাতার অস্ত্র দোকানের তিন মালিক। এসটিএফ সূত্রে দাবি, বাজেয়াপ্ত ৪১টি বন্দুক ছাড়াও দোকানের অন্যান্য বন্দুকের স্টক ও অস্ত্রাগারে থাকা অস্ত্রের বিস্তারিত তথ্য সংগ্রহ করতেই ধৃত তিন মালিককে আনা হয়েছে।ডাকা হয়েছে কর্মচারীদের। মূলত স্টক মিলিয়ে দেখা এবং সম্প্রতি এই বিপণি থেকে কত সংখ্যক বন্দুক বিক্রি হয়েছে তা খতিয়ে দেখতে এসেছে টিম।
advertisement
advertisement
চলতি বছরের অগাস্ট মাসে রহড়ার রিজেন্ট পার্ক যোগীপাড়ায় একটি অ্যাপার্টমেন্টে হানা দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয়েছিল মধুসূদন মুখার্জীকে। প্রথমে ঘটনাটির তদন্তে নেমেছিল রহড়া থানার পুলিশ। পরে সেই ঘটনার তদন্তের দায়িত্ব যায় বেঙ্গল এসটিএফ-এর হাতে। সেই ঘটনার তদন্তে নেমেই বিবাদী বাগের এই নামী অস্ত্রের দোকানের হদিশ পান তদন্তকারীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2025 8:11 PM IST