Shapla to control Live Disease: ব্লাড সুগারের ব্রহ্মাস্ত্র! ১ বাটি শাপলায় কুপোকাত কোষ্ঠকাঠিন্য,বদহজম!লিভার থেকে বিষাক্ত নোংরা দূর করে সারায় রক্ত আমাশা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Shapla to control Live Disease: বাঙাল বাড়িতে শাপলা এবং শালুক ফুল খাওয়ার রীতি দীর্ঘ দিনের৷ সরষে চিংড়ি দিয়ে চচ্চড়ি, শাপলার মুচমুচে ভেলাভাজা-সহ একাধিক মুচমুচে রেসিপিতে উঠে যায় এক থালা ভাত৷ এই উদ্ভিদের বীজ খই হিসাবে ভেজে খাওয়া হয়। শাপলার ডাঁটা ইলিশ ও চিংড়ির সঙ্গে রান্না করে খাওয়া যায়।
গ্রাম বাংলার মাঠে ঘাটে পুকুরে খালে বিলে ছড়িয়ে থাকে পুষ্টির ভান্ডার৷ হয়তো সেরকম দামি নয়৷ কিন্তু মেঠো খাবারেই থাকে অমূল্য খাদ্যগুণ ও পুষ্টিমূল্য৷ মরশুম অনুযায়ী সে সব খাবার ডায়েটে থাকলে এড়ানো যায় ওষুধ এবং ডাক্তারের পিছনে খরচের বহর৷ সেরকমই একটি খাবার হল শাপলা৷ পুকুর-খাল-বিলে অঢেল পরিমাণে হয় শাপলা৷ বিশেষ করে বর্ষা এবং শরত এই দুই ঋতুতে শাপলার অভাব থাকে না৷ শহরের বাজারেও এ সময়ে থরে থরে বিক্রি হয় শাপলা৷
advertisement
advertisement
advertisement
শাপলা হজমশক্তি বাড়াতে সাহায্য করে এবং খাবার দ্রুত হজম করতে সহায়তা করে। এটি ক্যালসিয়ামের একটি চমৎকার উৎস, যা শরীরকে শক্তিশালী করে তোলে৷ শাপলা দ্রুত ক্ষুধা মেটায় এবং শরীরে প্রয়োজনীয় শক্তি যোগায়। এটি চুলকানি ও রক্ত আমাশয় নিরাময়ে কার্যকর একটি ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। শাপলা লিভারের স্বাস্থ্য ভাল রাখতেও সহায়ক।
advertisement
advertisement