Crime News: রাতে হঠাৎ বৃদ্ধার ঘর থেকে বিকট আওয়াজ, দৌড়ে যেতেই যা দেখল প্রতিবেশীরা...!
- Written by:Arpita Hazra
- Published by:Salmali Das
Last Updated:
শারীরিক অসুস্থতা থেকে মানসিক অবসাদ আর তার জেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ! পুলিশ সূত্র খবর, মৃতের নাম গীতা সমাদ্দার (৭০) ও অমূল্য সমাদ্দার (৭৩)।
কলকাতা: শারীরিক অসুস্থতা থেকে মানসিক অবসাদ আর তার জেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী বৃদ্ধ! পুলিশ সূত্র খবর, মৃতের নাম গীতা সমাদ্দার (৭০) ও অমূল্য সমাদ্দার (৭৩)। দীর্ঘদিন ধরে রোগে ভুগছিল স্বামী -স্ত্রী। বেশ কিছু টেস্ট-এর রিপোর্ট খারাপ আসে অমূল্য সমাদ্দারের। স্ত্রী ১০ বছরে বেশি প্যারালাইসিস। গতকাল ছোট মেয়ে চিকিৎসকের কাছে দেখিয়ে আনে বাবাকে। রিপোর্ট খারাপ আসে, হার্টের সমস্যা ছিল। রাতে নিজের স্ত্রীকে গলা কেটে খুন করে নিজে সুইসাইড করে বলে অনুমান পুলিশের।
গতকাল, সোমবার রাত ৯টার সময় প্রতিবেশীরা কিছু পরে যাওয়ার আওয়াজ পান। বেরিয়ে এসে দেখেন চার তলার ছাঁদ থেকে ঝাঁপ দেয় অমূল্য সমাদ্দার। পাশেই ওঁনার মেয়ের বাড়ি। নিচে রক্তাক্ত অবস্থায় অমূল্য পড়ে ছিলেন। মেয়ে এসে ওপরে গিয়ে দেখে ঘর এর দরজা তালা বন্ধ। তালা ভেঙে ঘরে ঢুকলে দেখে তাঁর মা রক্তাক্ত অবস্থায় পরে আছে। পাশে একটা রক্ত মাখা কাঁচি পরে আছে ও একটি বালিশ চাপা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের দাবি, শারীরিক সমস্যার কারণে মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েন বৃদ্ধ দম্পতি। আর তার জেরেই এই ঘটনা।
advertisement
advertisement
প্রতিবেশী জানান, “রাত ৯টা নাগাদ হঠাৎ আওয়াজ হয় কিছু পড়ার। এসে দেখি বৃদ্ধ পড়ে আছেন। মেয়ে ছুটে আসেন পাশের ফ্ল্যাট থেকে। এসে দেখতে যায় মা কী অবস্থায় আছে। ঘরের দরজা বন্ধ ছিল। ঘর খুলে গলার নলি কাটা অবস্থায় দেখে বৃদ্ধা মা পড়ে আছেন। পাশেই দেখে রক্তে মাখা কাঁচি ও বালিশ।” গোটা বিষয়ে তদন্ত শুরু করছে আনন্দপুর থানার পুলিশ। শারীরিক অসুস্থতা কি গ্রাস করেছিল বৃদ্ধ দম্পতিকে? যার জেরে নিজেদের শেষ করার পথ বেছে নেন বৃদ্ধ দম্পতি? কেন এমন পথ বাঁচলেন? তদন্তে নেমেছেন আনন্দপুর থানার আধিকারিকরা।
advertisement
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 21, 2023 1:12 PM IST










