Crime News: ডিজিটাল অ্যারেস্টের শিকার প্রাক্তন জওয়ান, কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Crime News: পুলিশ সূত্রের খবর, নিউটাউনের বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী মিহির কুমার রায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তাকে এক ব্যক্তি ফোন করে জানায় আর্থিক তছরুপের মামলায় তাঁকে ডিজিট্যাল গ্রেফতার করা হয়েছে।
নিউটাউনঃ এবার ডিজিটাল অ্যারেস্টের শিকার প্রাক্তন জওয়ান। কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার ১। গুজরাটের সুরাত থেকে অভিযুক্তকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, নিউটাউনের বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী মিহির কুমার রায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন যে তাকে এক ব্যক্তি ফোন করে জানায় আর্থিক তছরুপের মামলায় তাঁকে ডিজিট্যাল গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ ইউরিক অ্যাসিডের সস্তার ‘ব্রহ্মাস্ত্র’! এই ‘দুই ভেষজ’ ম্যাজিকের মতো কমাবে শরীরের ফোলা, ব্যথা! আজই ‘শুরু’ করুন খাওয়া
তাঁকে ফোন মারফত তাঁর আধার নম্বর ভেরিফাই করে তাঁকে জানানো হয় ঘর থেকে না বেরোতে। তাঁর অভিযোগ বিভিন্ন ভাবে তাঁকে ভয় দেখানো হয়। এবং এই গ্রেফতার থেকে মুক্ত হতে তাকে টাকা দিতে বললে তিনি রাজি হয় যায়। এরপরই তাঁর থেকে বিভিন্ন ধাপে ১ কোটি ৭৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারকরা।
advertisement
advertisement
ঘটনার তদন্ত শুরু করে পুলিশ জানতে পারে সেই টাকার মধ্যে কিছু টাকা দিয়ে সোনা কেনা হয়েছে। সেই সোনার ট্রানজাকসন ধরে গুজরাটের সুরাতে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। সেখান থেকে অভিযুক্ত গণ্ডালিয়া দীপেন বিনোদ ভাইকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত সেটা তদন্ত করে দেখছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 27, 2025 2:11 PM IST