CPIM: নেতা বড় না নীতি? বড় সিদ্ধান্ত নিল সিপিএম, ক্ষুব্ধ প্রাক্তন বিধায়ক

Last Updated:

দলের অভ্যন্তরে সমস্যা সামাল দিতে অল্প দিনের মধ্যেই ফের রদবদল হল সিপিএমের উত্তর ২৪ পরগণা জেলা নেতৃত্বে।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: নেতা বড় না নীতি বড়? বেশ কয়েকদিন ধরেই এই বিতর্ক চলছিলো উত্তর ২৪ পরগণা জেলার সিপিএম নেতৃত্বের মধ্যে। শেষ পর্যন্ত রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে নীতিকে ধরে রাখতে নেতাকেই ছেঁটে ফেলল দল।
বিতর্কটা শুরু হয়েছিলো জেলা সম্পাদকমণ্ডলীতে দলের প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য ও অশোকনগরের নেতা বাবলু করের নাম থাকায়। দলের মধ্যেই একাংশ প্রশ্ন তোলেন, সর্বক্ষণের কর্মী না হওয়া সত্ত্বেও এই দুই জন কী ভাবে জেলা সম্পাদকমণ্ডলীতে থাকবেন?
advertisement
advertisement
দলের অভ্যন্তরে সমস্যা সামাল দিতে অল্প দিনের মধ্যেই ফের রদবদল হল সিপিএমের উত্তর ২৪ পরগণা জেলা নেতৃত্বে। জেলা সম্মেলনের পরে উত্তর ২৪ পরগনায় যে জেলা সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছিল, সেখানে পূর্ণাঙ্গ সদস্য হিসেবেই জায়গা পেয়েছিলেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য ও অশোকনগরের নেতা বাবুল কর। কিন্তু দলের সর্বক্ষণের কর্মী না হওয়া সত্ত্বেও তন্ময় ভট্টাচার্য ও বাবলু কর কী ভাবে জেলা সম্পাদকমণ্ডলীতে থাকবেন, তা নিয়ে দলের মধ্যে প্রশ্ন ওঠে। যদিও তন্ময়বাবু আগেও ওই কমিটিতে ছিলেন।
advertisement
শেষ পর্যন্ত রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করে জানিয়েছে, সর্বক্ষণের কর্মীর নীতি এ বার মানতেই হবে। বারাসতে বৃহস্পতিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তীর উপস্থিতিতে জেলা কমিটির বৈঠকে তন্ময়বাবু ও বাবুলবাবুকে পূর্ণাঙ্গ সদস্য থেকে সরিয়ে আমন্ত্রিত সদস্য করা হয়েছে। আগের আমন্ত্রিত রাজু আহমেদকে পূর্ণাঙ্গ সদস্য করে নেওয়া হয়েছে।
advertisement
সূত্রের খবর, এই সিদ্ধান্তের কথা শুনে তিনি আর সক্রিয় রাজনীতি করতে চান না বলে জানিয়ে হাতজোড় করে বৈঠক ছেড়ে বেরিয়ে যান তন্ময়বাবু। পরে তাঁর সঙ্গে কথা বলেন দলের রাজ্য নেতৃত্ব। কিন্তু বিতর্কের শেষ এখানেই নয়। জেলা সম্পাদকমণ্ডলীতে পূর্ণাঙ্গ সদস্য হিসেবেই জায়গা দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর ও ঝন্টু মজুমদারকে।
advertisement
বাবুল ও সত্যসেবী দুই ভাই হওয়ায় দলের অন্দরে প্রশ্ন উঠেছে, একই পরিবারকে নেতৃত্বে আর কত জায়গা দেওয়া হবে! বামপন্থী দলে কি এমন রেওয়াজ থাকা উচিত? এই সিদ্ধান্তের ফলে এখন ১৪ জন পূর্ণাঙ্গ ও দু’জন আমন্ত্রিত ধরে উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদকমণ্ডলী হল মোট ১৬ জনের।
সিপিএমের উত্তর ২৪ পরগণা জেলা কমিটির এক সদস্য বলেন, "পরিস্থিতি বদলাচ্ছে। শূন্য হয়ে যাওয়া দলের হতাশা ঝেড়ে পার্টি আজ একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছে। কম বয়সি ছেলেমেয়েরা লড়াই করছে। এমন সময় পদ নিয়ে বিতর্ক জিইয়ে থাকলে ওদের মনোবলে ধাক্কা লাগতে পারে। সবকিছু ভুলে ঐক্যবদ্ধ ভাবে দলের সংগঠনটা মজবুত করাই এখন লক্ষ্য হওয়া উচিত।"
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: নেতা বড় না নীতি? বড় সিদ্ধান্ত নিল সিপিএম, ক্ষুব্ধ প্রাক্তন বিধায়ক
Next Article
advertisement
Suvendu Adhikari: 'যা করছেন ফল ভোগ করতে হবে!' নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
'যা করছেন ফল ভোগ করতে হবে!' নন্দীগ্রাম থানায় গিয়ে পুলিশকে হুঁশিয়ারি শুভেন্দুর
  • নন্দীগ্রাম থানায় শুভেন্দু অধিকারী৷

  • পুলিশকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার৷

  • বিজেপি কর্মীকে মিথ্যে মামলায় ফাঁসানোর অভিযোগ শুভেন্দুর৷

VIEW MORE
advertisement
advertisement