Covid In Kolkata: স্বাস্থ্যকর্মীর অভাবে পুরসভার করোনা পরীক্ষা কেন্দ্র কমাতে বাধ্য হতে পারে কর্তৃপক্ষ, ইঙ্গিত ডেপুটি মেয়রের

Last Updated:

স্বাস্থ্যকর্মীর অভাবে কলকাতা পুরসভার করোনা পরীক্ষা কেন্দ্র কমাতে বাধ্য হতে পারে কর্তৃপক্ষ। শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।

#কলকাতা: কলকাতায় ভয়াবহ পরিস্থিতি করোনার (Covid In Kolkata)! আক্রান্তের সংখ্যা বাড়ছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগেও। ভবিষ্যতের পরিষেবা নিয়ে উদ্বিগ্ন পুরসভা কর্তারা। চিকিৎসক ও নার্স মিলিয়ে ৬০ জন করোনা আক্রান্ত, এছাড়াও মারণ ভাইরাসে কাবু বহু স্বাস্থ্যকর্মী। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক হোম আইসোলেশনে। স্বাস্থ্যকর্মীর অভাবে কলকাতা পুরসভার করোনা পরীক্ষা কেন্দ্র কমাতে বাধ্য হতে পারে কর্তৃপক্ষ। শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
বাবুঘাটের গঙ্গাসাগর মেলাতে দুটি করোনা পরীক্ষা কেন্দ্র করা হয়েছে। অবশ্য শুক্রবার, যেদিন শর্তসাপেক্ষে গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2022) অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট (Kolkata High Court), সেদিনই গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela 2022) বাবুঘাটের ট্রান্সজিট ক্যাম্পে ২ জন কোভিড পজিটিভ-এর হদিশ মেলে। গঙ্গাসাগরে বাবুঘাটের (Babughat) ক্যাম্পে মোট ৩৮ জনের করোনা পরীক্ষা করা হয়, তাঁদের মধ্যে ২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। কোভিড সচেতনতায় ক্যাম্পে-ক্যাম্পে মাস্ক বিলি করছে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে পূণ্যার্থীরা করোনাবিধি মেনে চলছেন কি না। আগামিকাল শিয়ালদহ রেল স্টেশনে কলকাতা পুরসভার তরফ থেকে করোনা পরীক্ষা কেন্দ্র খোলা হবে গঙ্গাসাগর মেলায় অংশ নিতে যাওয়া পূণ্যার্থীদের জন্য।
advertisement
advertisement
সেফহোম বিতর্কে অনড় কলকাতা পুরসভা। 'কাউন্সিলর সজল ঘোষের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। পুরসভার মাধ্যমে নিয়ম মেনে রাজ্য স্বাস্থ্য দফতরের অনুমতি নিতে হবে' জানান অতীন ঘোষ। সেই প্রক্রিয়া মেনে কোনও আবেদন এখনও পর্যন্ত কলকাতা পুরসভায় আসেনি বলে তাঁর দাবি।
advertisement
৫ জানুয়ারি কলকাতায় কনটেইনমেন্ট জোন-এর সংখ্যা ২৫ থেকে বাড়িয়ে করা হয় ৪৮টি। কিন্তু এদিন সেই সংখ্যা ফের বাড়িয়ে করা হল ৫০। এর মধ্যে নতুন করে কনটেইনমেন্ট জোনে শহরের ১০-এরও বেশি এলাকা। ইতিমধ্যেই অতীন ঘোষ জানিয়েছেন, '' ফ্ল্যাট বাড়িতেই সবথেকে বেশি সংক্রমণ হচ্ছে। বস্তি অঞ্চলে সেরকম সংক্রমণ হয়নি। কারণ, ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রে অনেক সময়ই রোগী সঠিক সময়ে আইসোলেশনে যাচ্ছেন না, ফলে পরিবারের অন্যরাও আক্রান্ত হচ্ছেন।'' সংক্রমণ রুখতে উপসর্গ দেখলে টেস্ট করিয়েই আইসোলেশনে যাওয়ার পরামর্শ দেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Covid In Kolkata: স্বাস্থ্যকর্মীর অভাবে পুরসভার করোনা পরীক্ষা কেন্দ্র কমাতে বাধ্য হতে পারে কর্তৃপক্ষ, ইঙ্গিত ডেপুটি মেয়রের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement