Covid in Kolkata: ন্যাশনাল মেডিক্যালে আপাতত খোলা বহির্বিভাগ, প্রাধান্য শুধুমাত্র জরুরি অস্ত্রোপচারে

Last Updated:

পার্ক সার্কাস এলাকার কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২০০-র উপরে করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে পরিষেবা আগের মতো চালু রাখা কঠিন হয়ে পড়েছে।

#কলকাতা: বর্তমানে কলকাতায় ভয়াল রূপ নিয়েছে করোনা! একের পর এক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় রাজ্যের হাসপাতালগুলিতে সমস্যা বাড়ছে নিত্যদিন। পার্ক সার্কাস এলাকার কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে ২০০-র উপরে করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে পরিষেবা আগের মতো চালু রাখা কঠিন হয়ে পড়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, এই মুহুর্তে শুধুমাত্র জরুরি অস্ত্রোপচারকেই প্রাধান্য দেওয়া হবে। অন্য সবরকমের অস্ত্রোপচার বা প্ল্যানড ওটি, যা পরে করলেও চলবেও, তা আপাতত বন্ধ রাখা হবে। আউটডোর পরিষেবা বা হাসপাতালের বহির্বিভাগ-ও নিয়ন্ত্রিত করা হচ্ছে। হাসপাতালের বেশ কয়েকজন সার্জেন এবং অ্যানাসথেসিওলজিস্ট-ও কোভিড পজিটিভ, কাজেই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে, শুধু এমার্জেন্সি ওটিকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।স্বাস্থ্য দফতর সূত্রের খবর, শনিবার করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অজয় রায়, নার্সেস ইউনিটির সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায়।
অন্যদিকে, হাজরার চিত্তরঞ্জন সেবা সদনে-র এমারজেন্সি অর্থাৎ জরুরি বিভাগ ছাড়া বাকি সমস্ত পরিষেবা বন্ধ। দু' জন চিকিৎসক ছাড়া বাকি সব চিকিৎসক করোনায় আক্রান্ত। এছাড়া, প্রিন্সিপাল সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপারদের মধ্যে সিংহভাগই মারণভাইরাসের কবলে কাবু! বেশিরভাগ মেডিক্যাল ল্যাব টেকনিশিয়ানরাও কোভিড পজিটিভ। ৩০ জনের ওপর নার্সও করোনা আক্রান্ত।
কলকাতায় ভয়াবহ পরিস্থিতি করোনার! আক্রান্তের সংখ্যা বাড়ছে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগেও। ভবিষ্যতের পরিষেবা নিয়ে উদ্বিগ্ন পুরসভা কর্তারা। চিকিৎসক ও নার্স মিলিয়ে ৬০ জন করোনা আক্রান্ত, এছাড়াও মারণ ভাইরাসে কাবু বহু স্বাস্থ্যকর্মী। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক হোম আইসোলেশনে। স্বাস্থ্যকর্মীর অভাবে কলকাতা পুরসভার করোনা পরীক্ষা কেন্দ্র কমাতে বাধ্য হতে পারে কর্তৃপক্ষ। শুক্রবার এমনই ইঙ্গিত দিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Covid in Kolkata: ন্যাশনাল মেডিক্যালে আপাতত খোলা বহির্বিভাগ, প্রাধান্য শুধুমাত্র জরুরি অস্ত্রোপচারে
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement