‘ফেরত পাওয়া বেতন ফিক্সড করে রাখুন’, ববিতাকে নির্দেশ আদালতের, মামলায় নতুন মোড়
- Published by:Uddalak B
- Written by:ARNAB HAZRA
Last Updated:
ববিতা নন, চাকরির প্রকৃত দাবিদার তিনিই, এই দাবি নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন অনামিকা রায়।
#কলকাতা: এসএসসি-তে ববিতা সরকার ও অনামিকা রায় মামলায় নতুন মোড়। মন্ত্রীকন্যা অঙ্কিতা অধিকারী ৪৩ মাসের ফেরত পাওয়া বেতন প্রায় ১৫ লক্ষ টাকা প্রস্তুত রাখতে নির্দেশ। অঙ্কিতা অধিকারীর থেকে পাওয়া প্রায় ১৫ লাখ টাকা আলাদা করে অন্য অ্যাকাউন্টে রাখার জন্যই ববিতা সরকারকে নির্দেশ আদালতের। আলাদা করে ফিক্সড ডিপোজিট করার জন্য ববিতাকে নির্দেশ দিয়েছে আদালত।
যদি মামলার রায় বিপক্ষে যায় তবে পুরো টাকা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে এখনই ববিতা সরকারের চাকরি বাতিলের সিদ্ধান্ত নিচ্ছে না আদালত, মামলার চূড়ান্ত শুনানির পর হবে সিদ্ধান্ত, জানালো হাইকোর্ট। পাশাপাশি সংরক্ষিত তালিকার পরীক্ষার্থীদের জন্য সরকারের নিয়মই মানেনি এসএসসি,চাঞ্চল্যকর অভিযোগ মামলায়।
সংরক্ষিত পরীক্ষার্থীদের জন্য ৫% অতিরিক্ত নম্বর অ্যাকাডেমিকে (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর এবং প্রশিক্ষণে) দেওয়ার কথা এসএসসি নিয়ম অনুযায়ী। ২০ সেপ্টেম্বর ২০১৬, একাদশ-দ্বাদশ শ্রেনির নিয়োগে রাজ্যের তৈরি নিয়ম মানেনি এসএসসি। সেই নিয়ম মানা হয়নি একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায়। এই নিয়মে ববিতা সরকার এবং অনামিকা রায় উভয়েরই সর্বমোট নাম্বার হচ্ছে ৭৯। আদালতে দাবি, ববিতা সরকারের।
advertisement
advertisement
আরও পড়ুন: ব্যবহার তো করেন, কন্ডোমের বাংলা নাম কি জানেন? মনেই করতে পারছেন না অধিকাংশ মানুষ
সিনিয়রটির নিরিখে চাকরি দাবিদার ববিতারই, দাবি তাঁর আইনজীবীর। কোনও সংরক্ষিত পরীক্ষার্থীর জন্যই ৫% অতিরিক্ত মার্কস দেওয়া হয়নি, পাল্টা জানায় এসএসসি। এই নিয়ে ৯ জানুয়ারি মধ্যে হলফনামা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। আদালত হলফনামা দিয়ে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে। ৫% অতিরিক্ত মার্কস দেওয়া নিয়ে হলফনামা দিতে নির্দেশ।
advertisement
ববিতা নন, চাকরির প্রকৃত দাবিদার তিনিই, এই দাবি নিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন অনামিকা রায়। অনামিকার দাবি, ফর্ম পূরণের সময় ববিতা লিখেছিলেন যে তিনি স্নাতক স্তরে ৮০০ র মধ্যে ৪৪০ পেয়েছেন, এবং শতাংশের হিসাবে ৬০ শতাংশ পেয়েছেন। যদি হিসাব করে দেখা যাচ্ছে যে শতাংশের হিসাবে এটি ৬০ শতাংশের কম।
অনামিকার আরও দাবি, কেউ যদি ৬০ শতাংশ বা তার বেশি পান তাহলে তিনি ৮ নম্বর পাবেন, আর কেউ যদি ৪৫ শতাংশ থেকে ৬০ শতাংশ পান তাহলে তিনি ৬ নম্বর পাবেন। তাহলে হিসাব অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রের ববিতার প্রাপ্য নম্বর ৩৩ এর পরিবর্তে ৩১ হওয়া উচিত। এবং মোট নম্বরও ৭৭ এর পরিবর্তে ৭৫ হওয়া উচিত। সেই মামলাতেই এই নির্দেশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 05, 2023 6:46 PM IST