Coromandel Express Accident: করমণ্ডল দুর্ঘটনায় আহত পরিযায়ীদের পাশে রাজ্য! আর্থিক সাহায্য পাবেন টানা তিন মাস

Last Updated:

Coromandel Express Accident: ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আহত পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য। ক্ষতিপূরণের টাকা দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের অতিরিক্ত ১০ হাজার টাকা এককালীন সাহায্য দেবে রাজ্য।

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা
কলকাতাঃ ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় আহত পরিযায়ী শ্রমিকদের পাশে রাজ্য। ক্ষতিপূরণের টাকা দেওয়ার পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের অতিরিক্ত ১০ হাজার টাকা এককালীন সাহায্য দেবে রাজ্য। এছাড়াও আগামী তিনমাসে দু-হাজার টাকা করেও আলাদা করে আর্থিক সাহায্য দেবে রাজ্য শ্রম দফতর।
বালাসরে ট্রেন দুর্ঘটনায় একাধিক পরিযায়ী শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ আর্থিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য। রাজ্য শ্রম দফতরের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হল বিভিন্ন জেলাগুলিকে। কোন জেলায় কত পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন তার তথ্য আজকের মধ্যেই পাঠানোর নির্দেশ নবান্নের।
advertisement
advertisement
ওড়িশার ভয়াবহ রেল দুর্ঘটনায় এ রাজ্যের বিভিন্ন জেলায় যাঁরা আহত বা নিহত হয়েছেন তাঁদের পরিবারের সদস্যদের আর্থিক সাহয‍্যের ঘোষণা আগেই করেছিলেন মুখ‍্যমন্ত্রী। বিভিন্ন জেলার জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছিল। নিহতের পরিবারের সদস্যদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, আজ, বুধবার দুপুর তিনটে নাগাদ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
advertisement
শুক্রবার ট্রেন দুর্ঘটনার পর শনিবারই বালাসোরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যান দুর্ঘটনাস্থল পরিদর্শনে। ওড়িশা সরকারের পক্ষ থেকে কনভয়ে করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে। বাহানাগা হাই স্কুলেও যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই এই ট্রেন দুর্ঘটনায় নিহদের দেহ রাখা হয়েছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express Accident: করমণ্ডল দুর্ঘটনায় আহত পরিযায়ীদের পাশে রাজ্য! আর্থিক সাহায্য পাবেন টানা তিন মাস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement