University Ranking: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ৪র্থ স্থানে যাদবপুর, বাদ কলকাতা বিশ্ববিদ্যালয়

Last Updated:

University Ranking: নিজের জায়গা ধরে রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি থেকে বাদ চলে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়।

কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ৪র্থ স্থানে যাদবপুর, বাদ কলকাতা বিশ্ববিদ্যালয়
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ৪র্থ স্থানে যাদবপুর, বাদ কলকাতা বিশ্ববিদ্যালয়
ফের স্বীকৃতি পেল যাদবপুর বিশ্ববিদ্যালয়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি র‍্যাঙ্কিং-এ সারা দেশের মধ্যে চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে সারাদেশের মধ্যে ১০ তম স্থানে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়। আইআইটির সঙ্গে পাল্লা দিয়ে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম দশে ঢুকলো।
advertisement
আজই প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকা। আর সেই তালিকাতেই দেখা যাচ্ছে, নিজের জায়গা ধরে রেখেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি থেকে বাদ চলে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় ক্যাটাগরি র‍্যাঙ্কিং-এ সারা দেশের মধ্যে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc), ব্যাঙ্গালুরু। দ্বিতীয় ও তৃতীয় স্থানে নয়া দিল্লির দুই ইউনিভার্সিটি- জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া যথাক্রমে।
advertisement
গতবছর, তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু এবছর কেন্দ্রের সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের তালিকায় নেই কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই জায়গায় অষ্টম স্থানে ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, ভেলোর। ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে প্রথম স্থানে আইআইটি মাদ্রাজ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যাথাক্রমে- আইআইটি, দিল্লি এবং আইআইটি, বম্বে। চলতি বছর এই রাজ্যে থেকে কলেজের  তালিকায় পঞ্চম স্থান পেয়েছে  সেন্ট জেভিয়ার্স কলেজ ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
University Ranking: কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিংয়ে ৪র্থ স্থানে যাদবপুর, বাদ কলকাতা বিশ্ববিদ্যালয়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement