Coromandel Express Accident: 'সব রকমের সাহায্য করব,' করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বিশেষ দল পাঠাচ্ছেন মমতা
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতা: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “আমাকে জানিয়েছে ব্যবস্থা নিতে। অনেক যাত্রী আমাদের পশ্চিম বঙ্গের আছেন। ০৩৩২২১৪৩৫২৬, ২২৫৩৫১৮৫ এই কন্ট্রোল রুম গুলো চালু করা হয়েছে। ওড়িশার কন্ট্রোল রুম এর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে। আমরা এখনও সম্পূর্ণ তথ্য হাতে পাইনি। দক্ষিণ পূর্ব রেলের জিএম-র কাছে সব ইনফো নেই। যাঁরা ট্রেন এ যাতায়াত করছিলেন, তাঁদের কোনও তথ্যের দরকার থাকলে এই নম্বর পাবেন। অনেক লোক আহত হয়েছেন।”
তিনি আরও বলেন, “মানস ভুঁইয়া এর নেতৃত্বে একটা টিম যাচ্ছে। বালাশোরের ডিএম কিছু অ্যাম্বুলেন্স চেয়েছে। আমরা সেই গুলো পাঠাচ্ছি। পশ্চিম মেদিনীপুর এর সুপার স্পেশালিটি হাসাপাতাগুলিকে তৈরি থাকতে বলেছি। ওড়িশা সরকারকে জানিয়েছি। যদি কিছু প্রয়োজন দরকার হয় আমরা করে দেব। আমরা সব রকমের সাহায্য দিতে প্রস্তুত।”
Shocked to know that the Shalimar- Coromondel express, carrying passengers from West Bengal, collided with a goods train near Balasore today evening and some of our outbound people have been seriously affected/ injured. We are coordinating with Odisha government and South…
— Mamata Banerjee (@MamataOfficial) June 2, 2023
advertisement
advertisement
আপাতত ভাবে জানা যাচ্ছে, ওড়িশার বালেশ্বরের আগে বহনঙ্গা রেল স্টেশনের কাছে একটি মালগাড়িতে পিছনে গিয়ে ট্রেনটি ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে বেশ কয়েকটি কামরা বেলাইন হয়ে গিয়েছে। কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার চেষ্টা চলছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই উদ্ধারকার্যে তদারকিতে বিশেষ টিম পাঠাচ্ছে ওড়িশা সরকার। ওড়িশার বিশেষ রিলিফ কমিশনারকে ঘটনাস্থলে দ্রুত যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিশেষ দল সহ ওড়িশায় স্পেশ্যাল রিলিফ কমিশনার ঘটনাস্থলে রওনা দিয়েছেন। সিনিয়র অফিসার হেমন্ত শর্মা, বলওয়ান্ত সিং, দমকলের ডিজিকে ট্রেন দুর্ঘটনায় উদ্ধার অভিযানের তদারকি ও সহায়তা করার জন্য সাইটে নিযুক্ত করেছেন। ওড়িশার তিন জেলায় হাসপাতাল তৈরি রাখা হয়েছে আহতদের জন্য।
advertisement
অন্যদিকে ঘটনার পর রেলের পক্ষ থেকে হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য ও আহতদের খোঁজ নিতে রেলের দেওয়া হেল্প লাইন নম্বরগুলি হল- হাওড়া ডিভিশনের জন্যে – 033-26382217
advertisement
। খড়গপুর ডিভিশনের জন্যে – 8972073925 // 9332392339বালেশ্বর হেল্পলাইন – 8249591559/ 7978418322, শালিমার হেল্পলাইন – 9903370746।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 02, 2023 9:21 PM IST