Coromandel Express Train Accident | Dibyendu Adhikari: করমণ্ডল কাণ্ডে CBI তদন্তের দাবি! রেলমন্ত্রীকে লেখা চিঠিতে অন্তর্ঘাতের আশঙ্কাপ্রকাশ দিব্যেন্দুর

Last Updated:

কিন্তু মেন লাইনে গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও করমণ্ডল এক্সপ্রেস কেন লুপ লাইনে ঢুকল, সেই বিষয়টি স্পষ্ট নয় এখনও। এ ক্ষেত্রে সিগন্যাল দেওয়ায় ক্ষেত্রে কোনও ত্রুটি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

কলকাতা: রেলওয়ে তদন্তকারী দলের পাশাপাশি CBI কিংবা অন্য কোনও কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে রেল দুর্ঘটনার কারণ অনুসন্ধানের আর্জি জানালেন দিব্যেন্দু অধিকারী। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে এ নিয়ে চিঠি লিখলেন তমলুকের সাংসদ৷ এই প্রথম কোনও সংসদ সদস্য দুর্ঘটনার পিছনে অন্তর্ঘাতের আশঙ্কা প্রকাশ করলেন। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে রেলমন্ত্রী যাতে গোটা বিষয়টির শিকড় পর্যন্ত পৌঁছন, নিজের চিঠিতে সেই আর্জি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই৷ দিব্যেন্দুর কথায়, বন্দে ভারতের সাফল্য নিয়ে প্রতিবেশী দেশ তো বটেই, খুশি নন কেন্দ্রীয় সরকারে থাকা পূর্ববর্তী রাজনৈতিক দলও৷ সেই কারণে এই ঘটনার তদন্ত CBI-এর মতো কোনও সংস্থাকে দিয়ে করানো উচিত বলে মনে করেন সাংসদ৷
advertisement
advertisement
আরও পড়ুন: ঠিক কীভাবে ঘটল ভয়াবহ মর্মান্তিক এই রেল দুর্ঘটনা? মাত্র কয়েক সেকেন্ডেই সবশেষ
যদিও প্রাথমিক তদন্তের পরে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে রেল৷ রিপোর্টে বলা হয়েছে সিগন্যালে ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে আরও তদন্ত করার পরেই ঘটনার প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছেন রেল আধিকারিকদের একাংশ।
advertisement
ঘটনাস্থল পরিদর্শনের পরে এক যৌথ রিপোর্টে রেলের তরফে বলা হয়েছে, ‘‘আপ মেন লাইনে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু ট্রেনটি সেই লাইনে ঢোকেইনি। ট্রেন ঢুকেছিল লুপ লাইনে। সেখানে আগে থেকে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। তার সঙ্গেই সংঘর্ষের পরে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়।’’
আরও পড়ুন: আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে রাজ্যপাল! ঘোষণা করলেন আর্থিক সাহায্যেরও
রিপোর্টে আরও বলা হয়েছে, ‘‘এর মধ্যে ডাউন লাইন দিয়ে বালেশ্বরের দিকে যাচ্ছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনেরও দু’টি বগি লাইনচ্যুত হয় এই ঘটনায়।’’
advertisement
কিন্তু মেন লাইনে গ্রিন সিগন্যাল থাকা সত্ত্বেও করমণ্ডল এক্সপ্রেস কেন লুপ লাইনে ঢুকল, সেই বিষয়টি স্পষ্ট নয় এখনও। এ ক্ষেত্রে সিগন্যাল দেওয়ায় ক্ষেত্রে কোনও ত্রুটি থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coromandel Express Train Accident | Dibyendu Adhikari: করমণ্ডল কাণ্ডে CBI তদন্তের দাবি! রেলমন্ত্রীকে লেখা চিঠিতে অন্তর্ঘাতের আশঙ্কাপ্রকাশ দিব্যেন্দুর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement