#কলকাতা: পনজি প্রকল্পগুলির প্রতারণা আটকাতে এবার নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার । ৩১শে মার্চ, ২০১৯ এর মধ্যে কমপক্ষে ২,৬০০টি প্রাথমিক কৃষি সমবায় সমিতিকে এবার পূর্ণাঙ্গ সমবায় ব্যাঙ্কে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার ।
বর্তমানে সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৮৫ শতাংশই ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় পড়ে না । অর্থমন্ত্রকের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের ৩,৩৫৪ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় ২১ শতাংশ বা ৭১৬টি গ্রাম পঞ্চায়েতে ব্যাঙ্কিং ব্যবস্থার সুবিধা নেই। এর ফলে সন্দেহজনক কোম্পানিগুলি খুব সহজেই গ্রামবাসীদের অল্প সময়ে উচ্চ আয়ের লোভ দেখিয়ে প্রতারণা করে চলেছে ।
আরও পড়ুন: ভর্তির বদলে পড়ুয়াদের থেকে টাকা চেয়ে কাঠগড়ায় মণীন্দ্র কলেজ, গ্রেফতার ২
প্রাথমিক পদক্ষেপ হিসেবে কৃষি সমবায় সমিতিগুলি নিকটবর্তী ব্যাঙ্কের শাখা হিসেবে কাজ করবে । মূলতঃ, যে পঞ্চায়তগুলিতে ব্যাঙ্কিং ব্যবস্থা নেই সেই জায়গা গুলিতেতেই সক্রিয় ভাবে কাজ করবে এই শাখাগুলি । আধিকারিকদের মতে অন্তত ৫০ শতাংশ সমিতিকেও যদি ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনা যায়, তাহলে কম করেও ১৭৯০টি গ্রামের বাসিন্দারা লাভবান হবেন ।
এ বছর জানুয়ারী মাসে সমবায় ব্যাঙ্ক ও সমবায় সমিতির একটি সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবায় সমিতি ও ব্যাঙ্কের স্বচ্ছতা বজায় রাখার জন্য একটি 'উচ্চ-ক্ষমতাসম্পন্ন' কমিটি গঠনের কথা ঘোষণা করেন । মুখ্য সচিব মলয় কুমার দে’র তত্ত্বাবধানে একটি কমিটি গঠিত হয় । সম্প্রতি এই কমিটি, সমবায় সমিতিগুলিকে ব্যাঙ্কে রূপান্তর করার সুপারিশ করেছে, যা রাজ্য মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে ।
আরও পড়ুন: ডমিনোজ, আমিনিয়ার পর এবার পরীক্ষায় ফেল ভজহরি মান্না এবং রং দে বসন্তী ধাবার খাবার
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Agricultural development, Gram Panchayat, Mamata Banerjee, Ponzi fraud, Ponzi schemes, STATE GOVERNMENT