আচার্যকে ছাড়াই যাদবপুরের সমাবর্তনের সিদ্ধান্তে সিলমোহর, ফিরে গেলেন জগদীপ ধনখড়

Last Updated:
#কলকাতা : দেড় ঘন্টার বিক্ষোভ , যাদবপুর বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ রাজ্যপালকে ছাড়াই হবে সমাবর্তন অনুষ্ঠান ৷ উপাচার্য জানিয়ে দেন যেহেতু বিক্ষোভের জেরে রাজ্যপাল যিনি চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের ঢুকতেই পারেননি তাই তাঁকে ছাড়াই পড়ুয়ারদের মেডেল দেওয়া হবে ৷ উপাচার্য জানিয়ে দেন যেহেতু বহু পড়ুয়া বহুদূর থেকে এসেছেন তাই আচার্য না থাকলেও তাঁদের সম্মান দান থেকে বঞ্চিত করা হবে না ৷
বেরিয়ে যাওয়ার আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে ট্যুইট করেন রাজ্যপাল জগদীপ ধনখড় ৷
advertisement
advertisement
এদিকে এর আগে দেড় ঘন্টা ধরে বিশ্ববিদ্যালয় চত্বরে নাটক ছিল টানটান ৷প্রথমে ছাত্র বিক্ষোভ , গো ব্যাক স্লোগান, কালো পতকা -যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছেও বিশ্ববিদ্যালয়ে ঢোকা আটকে যায় রাজ্যপাল তথা  আচার্য জগদীপ ধনখড়ের ৷ এরপরেই তিনি অনড় হয়ে ক্যাম্পাসেই ঢুকে থাকেন ৷ উপাচার্যকে বিক্ষোভস্থলে আসতে নির্দেশ দেন জগদীপ ধনখড়,  ফোনে উপাচার্যকে নির্দেশ আচার্যের ৷ দশ মিনিটে বেশি কথা হয় দু'জনের ৷ সেখানে উতপ্ত বাদানুবাদও হয় ৷ তিনি জানিয়ে দেন তাঁকে ঘেরাও করে রাখা হয়েছে, পড়ুয়ারা জানিয়ে দিয়েছেন যদি তিনি আচার্যের সঙ্গে দেখা করতে যান তাহলে তাঁকে পড়ুয়াদের দেহের ওপর দিয়ে যেতে হবে ৷
advertisement
বিভিন্ন বিভাগীয় প্রধানের সঙ্গে কথা বলেন উপাচার্য সুরঞ্জন দাস ৷ তারপরে বিভিন্ন শিক্ষাকর্মীদের দলের সঙ্গে কথা বলেন কোর্ট সদস্যরা ৷ এদিকে তাঁদের আবেদন খারিজ ৷ তৃণমূল কর্মী-কর্মচারীরা জানিয়ে দিয়েছেন কীভাবে বার্ষিক সমাবর্তনের আয়োজন হয়েছে ৷ চ্যান্সেলর জগদীপ ধনখড়কে ছাড়াও সমাবর্তনের নিয়ম রয়েছে , কোনওভাবেই ঢুকতে দেওয়া হবে না রাজ্যপালকে জানিয়ে দিল তৃণমূলপন্থী শিক্ষা-কর্মচারীদের মুখপাত্র ৷
advertisement
রাজ্যপালের হাত থেকে মেডেল না নিতে অনড় পড়ুয়ারা ৷ গাড়িতে বসে ট্যুইটের পর রাজ্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে একহাচত নিলেন জগদীপ ধনখড় ৷ তিনি জানিয়েছেন রাজ্যের প্রশাসনের মদতেই শিক্ষাঙ্গন রাজনৈতিক অভিসন্ধি পূরণের আখড়ায় পরিণত হয়েছে ৷ আর তাদের মদতেই শিক্ষা একেবারে নক্কারজনক সময়ের মধ্যে দিয়েই যাচ্ছে ৷ রাজ্যপাল রাজ্যকে একহাত নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য সুরঞ্জন দাশকে সঠিক ব্যবস্থা না নেওয়ার জন্য দাবি করেন ৷ তাঁর সরাসরি অভিযোগ বিশ্ববিদ্যালয় কর্কৃপক্ষ নিজের কর্মচারীদের দিয়ে বিক্ষোভ হঠাতে পারতেন কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবেই তা করেননি ৷
advertisement
সংবাদমাধ্যমে ক্ষোভ উগড়ে দেওয়ার পর ফের একগুচ্ছ ট্যুইট করেন রাজ্যপাল ৷ তাঁর জোর দাবি আচার্য থাকাকালীন  কনভোকেশনে অন্য কেউ মেডেল তুলে দিতে পারেন না ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে উপলক্ষ্য করেও ট্যুইট করেন তিনি ৷
advertisement
advertisement
পরিস্থিতি কীভাবে আয়ত্তে আনা যায় তা নিয়ে নিজেদের মধ্যে কথা চালাচ্ছেন সহ উপাচার্য ও কোর্টকর্মীরা ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/কলকাতা/
আচার্যকে ছাড়াই যাদবপুরের সমাবর্তনের সিদ্ধান্তে সিলমোহর, ফিরে গেলেন জগদীপ ধনখড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement