বড়দিনের আনন্দ মাটি করতে তৈরি বৃষ্টি, তারপরেই উইকএন্ডে জমিয়ে পড়বে কনকনে ঠান্ডা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
নতুন বছরের আগেই দক্ষিণবঙ্গে পড়বে হাড় কাঁপানো ঠান্ডা ...
#কলকাতা: গত সপ্তাহের শেষে শীতের ছোঁওয়া প্রথমবার পেয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গ ৷ কিন্তু দু'দিনেই সেই ঠান্ডার ছোঁওয়া হাওয়া ৷ চারদিক কুয়াশার চাদরে মোড়া ৷ ফলে ১২ ডিগ্রির পারদ থেকেও নেমে যাওয়া তাপমাত্রা আবার খানিকটা উপরে উঠে গেছে ৷ কিন্তু তাপমাত্রা বাড়লেও পশ্চিমবঙ্গবাসীদের জন্য খারাপ খবর এবারের বড়দিনে খুব একটা আনন্দ নাও করা হতে পারে ৷ বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে ৷ হালকা বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৷
বৃহস্পতিবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা-তৈরি হয়েছে কারণ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি নামবে ৷বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে বৃষ্টি হতে পারে। পরদিন বৃহস্পতিবার কলকাতাতে হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। তবে বড়দিন ভেস্তে গেলেও ইয়ারএন্ডের মজা এই উইএন্ডেই জমে যাবে ৷
advertisement
advertisement
কারণ ফের শুক্রবার থেকে আবার নামবে পারদ ৷ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ সকাল থেকেই কুয়াশার দাপট ৷ আরও বাড়তে চলেছে এই কুয়াশা ৷ ফলে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যেতে পারে ৷রাজ্যজুড়ে কুয়াশার দাপট ফলে সড়ক পরিবহনে জারি করা হয়েছে সতর্কবার্তা ৷
advertisement
এই উইকএন্ডে ফের একবার ১১-১২ ডিগ্রি ছোঁবে তাপমাত্রার পারদ৷ অন্যদিকে শীতে বৃষ্টিজনিত আবহাওয়ার অস্বস্তি থাকবে বৃহস্পতিবার ৷
এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর মালদা জলপাইগুড়িতে ঘন কুয়াশাই থাকবে ৷
আরও দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 24, 2019 9:11 AM IST