চালু হল বেলভেডিয়ার রোড, দেখে নিন কেমন হল চলমান ফুটব্রিজ
Last Updated:
কথা ছিল টানা চারদিন রাস্তা বন্ধ রেখে চলবে কাজ ৷ কিন্তু প্রস্তাবিত সময়ের আগেই শেষ হয়ে গেল চলমান ফুটব্রিজ বসানোর প্রাথমিক কাজ ৷ ফলে মঙ্গলবার সকালেই খুলে দেওয়া হল চিড়িয়াখানার সামনের বেলভেডিয়ার রোড ৷
#কলকাতা: কথা ছিল টানা চারদিন রাস্তা বন্ধ রেখে চলবে কাজ ৷ কিন্তু প্রস্তাবিত সময়ের আগেই শেষ হয়ে গেল চলমান ফুটব্রিজ বসানোর প্রাথমিক কাজ ৷ ফলে মঙ্গলবার সকালেই খুলে দেওয়া হল চিড়িয়াখানার সামনের বেলভেডিয়ার রোড ৷
শনিবার রাত সাড়ে ৮টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল ওই রাস্তা ৷ মঙ্গলবার রাত পর্যন্ত রাস্তা বন্ধ রেখে কাজ চলার কথা ৷ ফলে এতদিন ডিএল খান রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছিল সমস্ত গাড়ি। তবে পুলিশ সূত্রে খবর, আজ থেকে স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচল ৷
advertisement
advertisement
চিড়িয়াখানার সামনের রাস্তায় বিপুল যানজট এড়াতেই ওই এলাকায় ফুটব্রিজ বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পুরসভার তরফে ৷ এই কাজ শেষ হলে এই যানজট অনেকটাই এড়ানো যাবে বলে মত পুর আধিকারিকদের ৷ কেমন হল নতুন ধরনের এই ফুটব্রিজ ?
• চিড়িয়াখানা থেকে তাজবেঙ্গল পর্যন্ত সংযোগ করবে চলমান এই রাস্তা ৷
• পিপিপি মডেলে কাজ চালাচ্ছে তিন সংস্থা ৷
advertisement
• ২২ ফুট উঁচু এই ব্রিজ তৈরিতে আনা হয়েছিল ১৫০ ও ৭৫ টনের দু’টি মোবাইল ক্রেন ৷
• ৩৯ মিটার লম্বা আর ৭৫ টন ওজনের এই ফুটব্রিজ তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ প্রযুক্তি ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2018 12:17 PM IST