Congress Vs Tmc: কংগ্রেসের ডাকা বৈঠকে যাবে না তৃণমূল! বড় সিদ্ধান্তে কীসের ইঙ্গিত মিলল?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Congress Vs Tmc: চার রাজ্যের ভোটের ফল প্রকাশের পরেই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছিল কংগ্রেস।
কলকাতা: বুধবার সন্ধ্যায় মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছে না তৃণমূল। প্রথমে যাওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত বদল করেছে তৃণমূল।
চার রাজ্যের ভোটের ফল প্রকাশের পরেই ইন্ডিয়া জোটের শীর্ষ নেতাদের বৈঠক ডেকেছিল কংগ্রেস। আলোচনা না করে বৈঠক ডাকার ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল অসন্তোষ প্রকাশ করেছিলেন।
advertisement
বৈঠকে অনুপস্থিতির কথা জানিয়েছেন নীতীশ কুমার, হেমন্ত সোরেন ও অখিলেশ যাদবরাও। তারপর বুধবার সন্ধ্যা ছ’টায় জোটের সংসদীয় নেতাদের বৈঠক ও নৈশভোজে ডেকেছে কংগ্রেস। এই বৈঠকে যাবে না তৃণমূল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2023 4:29 PM IST