যাদবপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস, হতাশা কর্মীদের চোখেমুখে

Last Updated:
#যাদবপুর: যাদবপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস। হতাশা কংগ্রেস কর্মীদের চোখেমুখে। কাজ না থাকায় তালা ঝুলছে পার্টি অফিসেও। চিন্তা একটাই। দলের প্রার্থী যখন নেই, ভোটটা কোন দিকে দেবেন তাঁরা? সকাল থেকে চায়ের দোকানে জমায়েত। সময় কাটাতে সম্বল খবরের কাগজ। যাদবপুরে দল প্রার্থী দেয়নি। তাই আপাতত তালা ঝুলছে এই কেন্দ্রের বিভিন্ন অঞ্চলের কংগ্রেস পার্টি অফিসে। ছবিটা একই ভাঙড়েও।
স্বাধীনতার পর কংগ্রেস জমানায় হোক বা তারপরের দীর্ঘ বাম জমানা। তৃণমূলের উত্থানের সময়ও রাজ্য রাজনীতিতে সক্রিয় ভূমিকায় থেকেছে ভাঙড়। সপ্তদশ নির্বাচনে অবশ্য সবটাই ইতিহাস। দিন কাটছে পুরোন ছবি দেখেই। ভোটের আগে অন্যান্য দলের যখন দম ফেলার ফুরসত নেই, ঠিক তখনই উলটো ছবি কংগ্রেস কর্মীদের মধ্যে।
প্রার্থী না থাকায়, হতাশা, আফশোস। হয়তো খানিক অভিমানও আছে। তবু, হাইকম্যান্ডের নির্দেশ শিরোধার্য। বলছেন তাঁরা। কংগ্রেসের প্রার্থী নেই। তাহলে সেই ভোটব্যাঙ্কের ফায়দা তুলবে কে?শাসকদলে আস্থা কম। পদ্মশিবিরকে ভোট দেওয়ার প্রশ্নই নেই। বলছেন কংগ্রেস সমর্থকরা। তাহলে তাঁদের ভোট যাবে কোথায়? উত্তর মিলবে তেইশে মে।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরে প্রার্থী দেয়নি কংগ্রেস, হতাশা কর্মীদের চোখেমুখে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement