ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ভাঙা হাত জোড়া লাগাতে এসে মৃত্যু ১০ বছরের বালকের
Last Updated:
ভাঙা হাত জোড়া লাগাতে এসে মৃত্যু দশ বছরের বালকের। কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
#কলকাতা: ভাঙা হাত জোড়া লাগাতে এসে মৃত্যু দশ বছরের বালকের। কাঠগড়ায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিবারের। সাইকেল চালাতে গিয়ে পড়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্র জাঙ্গিপাড়ার বাসিন্দা শেখ মিজান আলি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বালকের। হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানায় মৃতের পরিবার।
মঙ্গলবার সাইকেল চালাতে গিয়ে পড়ে যায় জাঙ্গিপাড়ার বাসিন্দা দশ বছরের শেখ মিজান আলি। স্থানীয় কিশলয় স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র মিজানের বাঁ হাতের কনুই ভেঙে যায়। প্রথমে তাকে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা রেফার করায় তাকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। পরিবারের দাবি
-- ভাঙা হাত জোড়া লাগাতে রাতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ
advertisement
advertisement
-- চিকিৎসকেরা জানান রোগীর অবস্থা আশঙ্কাজনক
-- আরও কিছু পরে বলা হয় রোগীর জ্ঞান ফিরছে না
-- ভোরে হার্ট দুর্বল থাকায় আইসিইউতে স্থানান্তরিত
-- সকালে বলা হয় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু
হার্ট দুর্বল থাকলে কেন অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হল? প্রশ্নের মিজানের দাদার।
সুপারের কাছে অভিযোগ জানিয়েছে ছাত্রের পরিবার।
-- দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন হাসপাতাল সুপার
advertisement
-- অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে
-- গাফিলতি থাকলে ব্যবস্থা
-- গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2018 6:14 PM IST