Coffee House: কফি হাউসে আড্ডায় মাতলেন ব্রাত্য বসু- কুণাল ঘোষ, কী নিয়ে হল কথা, রয়েছে চমক

Last Updated:

সবচেয়ে যে বিষয়টা নিয়ে দু'জনেই অবাক হয়েছেন সেটা হল দু'জনেই একটা সময়ে নিয়মিত আসতেন কফি হাউসে। একই জায়গায় দীর্ঘ সময় কাটিয়েছেন। অথচ তখন কেনও দুজনের আলাপ হয়নি?

Bratya Basu and Kunal Ghosh
Bratya Basu and Kunal Ghosh
#কলকাতা: কফি হাউস নিয়ে বাঙালির দুর্বলতা বরাবরই। কফি হাউসে গিয়ে আড্ডা মারেননি এমন বাঙালি পাওয়া দুর্লভ। সোমবার কফি হাউসে একসঙ্গে দেখা গেল ফের দুই প্রথিতযশা বাঙালিকে। মন্ত্রী ব্রাত্য বসু ও তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকে। একসঙ্গে বেশ কিছুটা সময় কাটালেন দু'জনেই।
একই সঙ্গে কফি হাউসে আসা বহু মানুষের আবদার মেটালেন তাঁরা। রাজনীতির বাইরেও এই দু'জন যথেষ্ট জনপ্রিয়। যেমন ব্রাত্য বসুর নাটক তেমনই কুণাল ঘোষের লেখা। এই দুটো জিনিসই পছন্দ করেন প্রায় সব বাঙালিই। তাঁদেরই একাংশের আবদার মেটাতে হয়েছে। কখনও সেলফি তুলতে হয়েছে কখনো বা অটোগ্রাফ দিতে হয়েছে। অনেকে এসে কিছুক্ষণ গল্পও করেছেন৷ নিজের লেখা বইও টুক করে দেখিয়ে গিয়েছেন কেউ কেউ। এখানেই শেষ নয়। কফি হাউসে কাজ করা কর্মচারীরারাও দেখা করে গিয়েছেন তাঁদের সঙ্গে।
advertisement
advertisement
তবে অনেকেরই কৌতূহল ছিলো এই দুই পোড় খাওয়া রাজনীতিবিদ একসঙ্গে থাকলে কী ধরণের আড্ডা হতে পারে। অনেকেরই ধারণা ছিল নিশ্চয়ই রাজনীতি নিয়েই আলোচনা হবে। হয়তো বা বিরোধীদের বিরুদ্ধে কীভাবে যুক্তির অস্ত্রে শান দেওয়া যায় তা নিয়েই রণকৌশল ঠিক হবে। অনেকে ভেবেছিলেন হয়তো খবর নিয়েই আলোচনা চলবে।
advertisement
অনেকে আবার নাটক, সিনেমা নিয়েই পুরো আলোচনাটা চলার সম্ভাবনার কথাই ভেবেছিলেন। কিন্তু আসলে সেরকম কিছুই হয়নি। দু'জনের কথা বলার মূল বিষয়টাই ছিল ছেলেবেলা নিয়ে। স্কুল-কলেজের কাটানো দিনগুলো নিয়ে৷ এই দুই নেতাই বেশ কয়েকবছর আগে নিয়মিত আসতেন কফি হাউসে। কে কোথায় বসতেন খুঁটিয়ে খুঁটিয়ে সেই টেবিলগুলোরও খোঁজ নিচ্ছিলেন।
advertisement
মোটের উপর কেমন ছিল সেইসব দিনগুলে তা ভেবে মাঝেমধ্যেই নস্টালজিয়ায় ডুবে যাচ্ছিলেন দু'জনেই । তবে সবচেয়ে যে বিষয়টা নিয়ে দু'জনেই অবাক হয়েছেন সেটা হল দু'জনেই একটা সময়ে নিয়মিত আসতেন কফি হাউসে। একই জায়গায় দীর্ঘ সময় কাটিয়েছেন। অথচ তখন কেনও দুজনের আলাপ হয়নি?  আড্ডা শেষ হল একটা কথা দিয়েই, "কফি হাউসের আড্ডাটা আগেও যেমন ছিলো আজও তেমনি আছে।"
advertisement
 UJJAL ROY
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Coffee House: কফি হাউসে আড্ডায় মাতলেন ব্রাত্য বসু- কুণাল ঘোষ, কী নিয়ে হল কথা, রয়েছে চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement