#কলকাতা: নিম্নচাপ ও পূর্ণিমার কোটালের জেরে বুধ ও বৃহস্পতিবার ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যার জেরে উত্তাল হবে নদী ও সমুদ্র। Photo-Representative
2/ 4
এখন চলছে মাছ ধরার মরশুম। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর ও পাথরপ্রতিমার কয়েক হাজার ট্রলার মাছ ধরতে মাঝ সমুদ্রে। Photo-Representative
3/ 4
মৎস্য দফতরের পক্ষ থেকে আজ বিকেলের মধ্যে সব ট্রলার সহ মৎস্যজীবীদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। Photo-Representative
4/ 4
আগামী কাল অর্থাৎ বুধবার ও পরশু অর্থাৎ বৃহস্পতিবার মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দফতরের পক্ষ থেকে কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, সাগরের মৎস্যবন্দরগুলিতে মাইক প্রচার চলছে। Photo-Representative Input- Biswajit Halder