Coal Scam: সময় ১২টা ৩১ মিনিট! ইডি অফিসে ঢুকলেন রুজিরা, প্রশ্ন নিয়ে তৈরি ED
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
Coal Scam: সিজিও কমপ্লেক্সের সাড়ে ১২টা নাগাদ প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা
কলকাতা: সিজিও কমপ্লেক্সের সাড়ে ১২টা নাগাদ প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। ১টার পরে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এদিন ১১ টায় তাঁকে তলব করেছিল ইডি। কিন্তু দেখা গেল, ঘণ্টাখানেক পরে বাড়ি থেকে বের হন তিনি। একটি সাদা গাড়ি করে এদিন তিনি রওনা দেন। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে আসছেন দিল্লির অফিসাররা। ইডি অফিসার পঙ্কজ কুমারের নেতৃত্বেই জিজ্ঞাসাবাদ করা হবে। সঙ্গে থাকবেন কলকাতার দুই মহিলা অফিসার।
এর আগেও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কয়লা পাচার মামলায়, এই তিন অফিসারই জিজ্ঞাসাবাদ করেছিলেন। সেখানেও পঙ্কজ কুমারই সেই জিজ্ঞাসাবাদ পর্বের নেতৃত্বে। ঠিক কী কী বিষয়ে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে পারে ইডি? সূত্রের খবর, মূলত তিনি কেন বিদেশ ভ্রমণ করছিলেন? কলকাতা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে কেন তিনি রওনা দিচ্ছিলেন? কী উদ্দেশ্য ছিল? ইডিকে না জানিয়ে কেন তিনি রওনা দিয়েছিলেন? কয়লা পাচার মামলা আরও যাবতীয় বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত সোমবার (৫ জুন) দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। রুজিরা অভিবাসন দফতরের কর্তাদের প্রশ্ন করেন কেন তাঁকে আটকানো হল? এরপর দু’পক্ষর মধ্যে চলে কথাবার্তা। শেষে বিমানবন্দর থেকে বেরিয়ে যান তিনি। তার কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2023 12:43 PM IST