Students Credit Card: জুন মাসেই ৫ হাজার পড়ুয়াকে স্টুডেন্টস ক্রেডিট কার্ড! বড় সিদ্ধান্ত রাজ্যের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Students Credit Card: এখনো পর্যন্ত কেন পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া যাচ্ছে না, তার রিভিউ করার নির্দেশ নবান্নের।
#কলকাতা: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর শেষ করেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান অনুষ্ঠান হবে। আগামী ৯ জুন পড়ুয়াদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই ২৫ হাজার পড়ুয়ার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন অনুমোদন করেছে ব্যাঙ্কগুলি। আবেদনকারীর সংখ্যা ইতিমধ্যে প্রায় ২ লক্ষ ছুঁয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়ার গতি আরও বাড়ানোর নির্দেশ শিক্ষা দপ্তরকে। আগামী ৯ জুন পাঁচ হাজারের বেশি পড়ুয়াকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রাজ্যজুড়ে তুলে দেওয়া হতে পারে।
আরও পড়ুন- ইডির নিষেধাজ্ঞা নাকচ, অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দিল আদালত
জেলাগুলিকে তার প্রস্তুতি নিতে নির্দেশ মুখ্য সচিবের। এখনো পর্যন্ত কেন পড়ুয়াদের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন দেওয়া যাচ্ছে না, তার রিভিউ করার নির্দেশ নবান্নের।
advertisement
advertisement
গত সোমবার পুরুলিয়ায় প্রশাসনিক বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ছাত্রছাত্রীদের হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার কথা বলেছিলেন। আগামী ৯ জুন প্রায় ৫ হাজার ছাত্রছাত্রীদের হাতে ক্রেডিট কার্ড তুলে দেবেন মুখ্যমন্ত্রী। তার জন্য জেলাগুলিকে বিশেষভাবে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্য সচিব।
আরও পড়ুন- মাধ্যমিকের ফল প্রকাশ শুক্রবার, নজরে ২০২৩ মাধ্যমিকের পরীক্ষা সূচি
ইতিমধ্যেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য জেলাব্যপী একাধিক ক্যাম্প করেছে উচ্চ শিক্ষা দফতর। ফেব্রুয়ারিতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এই প্রকল্পে আরও গতি বাড়বে বলেই মনে করছে উচ্চ শিক্ষা দফতরের আধিকারিকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 02, 2022 5:45 PM IST