Home /News /kolkata /
Abhishek Banerjee: ইডির নিষেধাজ্ঞা নাকচ, অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দিল আদালত

Abhishek Banerjee: ইডির নিষেধাজ্ঞা নাকচ, অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দিল আদালত

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Abhishek Banerjee: এর আগে, হাইকোর্টে জরুরি শুনানি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেন। ডায়মন্ড হারবারের সাংসদকে জরুরি শুনানির অনুমতিও দেয় আদালত।

  • Share this:

#কলকাতা: মানবিক কারণে তৃণমূলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুবাই যাওয়ার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিস্তারিত শুনানির পর বিচারপতি বিবেক চৌধুরী এই অনুমতি দিয়েছেন। ইডির- পক্ষের আইনজীবী বিদেশ যাত্রার বিরোধিতা করে একাধিক যুক্তি দিয়েছিলেন শুনানিতে। সেখানে তিনি বলেন, যে আবেদন করা হয়েছে তা অসম্পূর্ণ।

যদিও ইডির আইনজীবীর যুক্তিকে কার্যত উড়িয়ে দিয়েছে আদালত। শুনানির শেষে আদালত বলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি এফআইআর অভিযুক্ত নন। আগেও হাজিরা দিয়েছে ইডি কাছে দিল্লিতে। এক বারের বেশি হাজিরা দিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন করে কোনও সমন পাঠায়নি ইডি। ২৯ মার্চ তাঁর সমস্ত ডকুমেন্ট দিয়ে এসেছেন অভিষেক। এমন অবস্থায় কখনই বলা যায় না যে ইডির সঙ্গে সহযোগিতা করছেন না অভিষেক। এর পরেই অভিষেককে বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয়।

এর আগে, হাইকোর্টে জরুরি শুনানি চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আবেদন করেন। ডায়মন্ড হারবারের সাংসদকে জরুরি শুনানির অনুমতিও দেয় আদালত। বিবেক চৌধুরীর এজলাসে বৃহস্পতিবার দুপুর দুটোয় অভিষেকের জরুরি আবেদনের শুনানি শুরু হয়। কয়লা পাচারকাণ্ডে ইডি ডেকে পাঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। ইডি দিল্লিতে না ডেকে কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকুক এই মর্মে সুপ্রিম কোর্টেও যান অভিষেক। অভিষেকের আবেদনে সাড়া দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় ইডি কয়লা পাচার তদন্তে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে কলকাতাতেই অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে।

আরও পড়ুন: ছিল কড়া নির্দেশ, ফের সিবিআই ডেরায় অনুব্রত মণ্ডল! ঢোকার আগেই যা বললেন...

৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত কয়লা পাচারকাণ্ডে তাঁকে ডেকে পাঠানো না হয় এই মর্মে ইডিকে চিঠি পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরে তাঁকে দেশ ছাড়তে নিষেধ করে ইডি। ইডি-র নিষেধাজ্ঞায় স্থগিতাদেশ চেয়ে তড়িঘড়ি বৃহস্পতিবার আদালতের দ্বারস্থ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে বাধা দিচ্ছে ইডি।

আরও পড়ুন: নাড্ডা দাওয়াইয়ে নরম দিলীপ ঘোষ? অবশেষে চিঠি প্রাপ্তির কথা স্বীকার! অসন্তোষ নিয়ে তুমুল জল্পনা

দুবাই যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য ৩ জুন ।এই অবস্থায় শুক্রবার বিদেশ যেতে না পারলে অভিষেকের চোখের চিকিৎসার সমূহ ক্ষতি হবে বলে বিচারপতি বিবেক চৌধুরী এই নিয়ে দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী সপ্তাংশু বোস। অভিষেকের আবেদনে সাড়া দিয়ে বিচারপতি জানান আজই মামলার শুনানি করবেন তিনি। বৃহস্পতিবার দুপুর দু'টোর অভিষেকের মামলার শুনানি।

Arnab Hazra

Published by:Uddalak B
First published:

Tags: Abhishek Banerjee

পরবর্তী খবর