বিজেপি কী করে আগে থেকে নারদা রায় জানল, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Last Updated:
সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট রায় ঘোষণার আগেই কিভাবে তা জেনে গেল বিজেপি নেতৃত্ব ৷
#কলকাতা: ২০১৬ সালের নির্বাচনের আগের পরিস্থিতি ফের ফিরে এল ৷ শুক্রবার নারদ মামলায় কলকাতা হাইকোর্টের ‘সিবিআই তদন্ত’-এর রায়ে ফের অস্বস্তিতে শাসক দল ৷ সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট রায় ঘোষণার আগেই কিভাবে তা জেনে গেল বিজেপি নেতৃত্ব ৷
একইসঙ্গে তৃণমূল সু্প্রিমো এটাও স্পষ্ট করেন, কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল ৷
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও একবার বলেন, ‘পুরো ব্যাপারটাই পরিকল্পিত ৷’ নেত্রীর অভিযোগ, ‘বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পার্টি অফিস থেকে নারদ স্টিং ফুটেজ প্রকাশ করা হয় ৷ এদিকে রায়ের আগেই দলের রাজ্য সভাপতি বলেন, উত্তরপ্রদেশের ভোটে পর সিবিআই হবে ৷ রায় হওয়ার আগেই, রায় জানিয়েছেন তিনি ৷ বিজেপি কী করে রায় জানল? এটা দুর্ভাগ্যজনক ব্যাপার ৷’
advertisement
advertisement
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘আমরাও নারদের তদন্ত শুরু করেছিলাম, কিন্তু কলকাতা পুলিশকে তদন্ত করতে দেওয়া হয়নি ৷’
একইসঙ্গে উত্তরপ্রদেশের বিজেপির খরচ ও জয় নিয়ে তদন্তের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়, ‘উত্তরপ্রদেশের ভোটে কত কোটি খরচ? সেটা তদন্ত করে দেখা হোক ৷ নোট বাতিলের জেরেই ভোটে জয় ৷ ইভিএম কারচুপি হয়েছে বলেই উত্তরপ্রদেশে জিতেছে বিজেপি ৷’ ইভিএমের তদন্তের দাবি জানান তৃণমূল সুপ্রিমো ৷
advertisement
প্রথম থেকেই এই স্টিংকাণ্ডকে বিরোধীদের ষড়যন্ত্র বলে অভিযোগ করে আসছে শাসক দল ৷ গত মার্চ ১৪, নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারির দিন বিজেপি পার্টি অফিসে শাসক দল তৃণমূলের ১১ জন শীর্ষ নেতা- নেত্রীদের ঘুষ নেওয়ার বিস্ফোরক ক্লিপটি দেখানোর পর উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ৷ এই ক্লিপ নিয়েই ভোটের আগে তৈরি হয় প্রবল বিতর্ক ৷ শাসক দলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান বিরোধীরা ৷
advertisement
দক্ষিণের সংবাদ সংস্থা নারদ ডট কম দাবি করেন, এই ভিডিও একদম খাঁটি ৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই স্টিং অপারেশনটি তারা করেছিলেন বলে দাবি করেন সংস্থার কর্ণধার ম্যাথু স্যামুয়েল ৷
এদিন নারদ মামলায় তিন জনস্বার্থ মামলায় প্রধান ভারপ্রাপ্ত বিচারপতি নিশীথা মাত্রে ও তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে, নারদ মামলায় প্রাথমিক তদন্ত করবে সিবিআই ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 17, 2017 2:22 PM IST