বিজেপি কী করে আগে থেকে নারদা রায় জানল, প্রশ্ন মুখ্যমন্ত্রীর

Last Updated:

সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট রায় ঘোষণার আগেই কিভাবে তা জেনে গেল বিজেপি নেতৃত্ব ৷

#কলকাতা: ২০১৬ সালের নির্বাচনের আগের পরিস্থিতি ফের ফিরে এল ৷ শুক্রবার নারদ মামলায় কলকাতা হাইকোর্টের ‘সিবিআই তদন্ত’-এর রায়ে ফের অস্বস্তিতে শাসক দল ৷ সাংবাদিক বৈঠকে তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, কলকাতা হাইকোর্ট রায় ঘোষণার আগেই কিভাবে তা জেনে গেল বিজেপি নেতৃত্ব ৷
একইসঙ্গে তৃণমূল সু্প্রিমো এটাও স্পষ্ট করেন, কলকাতা হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল ৷
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও একবার বলেন, ‘পুরো ব্যাপারটাই পরিকল্পিত ৷’ নেত্রীর অভিযোগ, ‘বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পার্টি অফিস থেকে নারদ স্টিং ফুটেজ প্রকাশ করা হয় ৷ এদিকে রায়ের আগেই দলের রাজ্য সভাপতি বলেন, উত্তরপ্রদেশের ভোটে পর সিবিআই হবে ৷ রায় হওয়ার আগেই, রায় জানিয়েছেন তিনি ৷ বিজেপি কী করে রায় জানল? এটা দুর্ভাগ্যজনক ব্যাপার ৷’
advertisement
advertisement
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘আমরাও নারদের তদন্ত শুরু করেছিলাম, কিন্তু কলকাতা পুলিশকে তদন্ত করতে দেওয়া হয়নি ৷’
একইসঙ্গে উত্তরপ্রদেশের বিজেপির খরচ ও জয় নিয়ে তদন্তের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়, ‘উত্তরপ্রদেশের ভোটে কত কোটি খরচ? সেটা তদন্ত করে দেখা হোক ৷ নোট বাতিলের জেরেই ভোটে জয় ৷ ইভিএম কারচুপি হয়েছে বলেই উত্তরপ্রদেশে জিতেছে বিজেপি ৷’ ইভিএমের তদন্তের দাবি জানান তৃণমূল সুপ্রিমো ৷
advertisement
প্রথম থেকেই এই স্টিংকাণ্ডকে বিরোধীদের ষড়যন্ত্র বলে অভিযোগ করে আসছে শাসক দল ৷ গত মার্চ ১৪, নির্বাচনের প্রথম দফার বিজ্ঞপ্তি জারির দিন বিজেপি পার্টি অফিসে শাসক দল তৃণমূলের ১১ জন শীর্ষ নেতা- নেত্রীদের ঘুষ নেওয়ার বিস্ফোরক ক্লিপটি দেখানোর পর উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ৷ এই ক্লিপ নিয়েই ভোটের আগে তৈরি হয় প্রবল বিতর্ক ৷ শাসক দলের বিরুদ্ধে একযোগে আক্রমণ শানান বিরোধীরা ৷
advertisement
দক্ষিণের সংবাদ সংস্থা নারদ ডট কম দাবি করেন, এই ভিডিও একদম খাঁটি ৷ ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে এই স্টিং অপারেশনটি তারা করেছিলেন বলে দাবি করেন সংস্থার কর্ণধার ম্যাথু স্যামুয়েল ৷
এদিন নারদ মামলায় তিন জনস্বার্থ মামলায় প্রধান ভারপ্রাপ্ত বিচারপতি নিশীথা মাত্রে ও তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে, নারদ মামলায় প্রাথমিক তদন্ত করবে সিবিআই ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিজেপি কী করে আগে থেকে নারদা রায় জানল, প্রশ্ন মুখ্যমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement