একের পর এক এটিএম জালিয়াতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

Last Updated:

মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে সংসদে সরব হবেন তৃণমূল সাংসদরা, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

#কলকাতা: পরপর এটিএম জালিয়াতিতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে সংসদে সরব হবেন তৃণমূল সাংসদরা, জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ‘মানুষের আর্থিক নিরাপত্তা নেই। নোটবন্দির পর থেকেই চলছে দুর্ভোগ। প্লাস্টিক মানির কথা বলছে। অথচ অধিকাংশ জায়গায় ব্যাঙ্কের শাখা নেই। এই অবস্থায় সব ডিজিটালাইজেশন করতে চাইছে।’
এটিএম প্রতারণার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলেএটিএম প্রতারণায় মন্তব্য মুখ্যমন্ত্রীর ৷ অর্থমন্ত্রকের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি ৷
গত কয়েকদিনের ঘটনায় এটিএম আতঙ্ক কলকাতা জুড়ে ৷ প্রতারিত বহু মানুষ ৷ গায়েব লাখ লাখ টাকা ৷ রাষ্ট্রায়ত্ত হোক বা বেসরকারি ব্যাঙ্ক, সাধারণ মানুষের টাকা কি আদৌ সুরক্ষিত? সব তথ‍্য প্রতারকরা হাতিয়ে নেয়নি তো? এটিএম থেকে হঠাৎ করে টাকা গায়েব হয়ে যাবে না তো? এই সব চিন্তাতেই সকলের ঘুম উড়েছে। অনেকে তো এটিএম থেকে টাকা তুলতেই ভয় পাচ্ছেন।
advertisement
advertisement
আরও পড়ুন 
চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে কসবার ঘটনা। রবিবার, বকুলতলা লেনের এই ইন্ডাসইন্ড ব‍্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলতে গিয়ে এক গ্রাহক দেখতে পান এটিএমে স্কিমার লাগানো। আবার এই এটিএম থেকেই ঢিল ছোড়া দূরত্বের হোটেলে কয়েক মাস আগে ছিল এটিএম প্রতারণায় ধৃত এক রোমানীয় যুবক। তাই এলাকাবাসীর আতঙ্ক চরমে। বেসরকারি হোক বা রাষ্ট্রায়ত্ত ব‍্যাঙ্কের এটিএম। নিরাপত্তাহীনতার ছবি প্রায় সর্বত্র।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
একের পর এক এটিএম জালিয়াতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement