Mamata Banerjee: কলকাতায় ওমর-মমতা সাক্ষাত্! ‘দিদিকে’ কাশ্মীরে আমন্ত্রণ ওমরের, পহেলগাঁও প্রসঙ্গে কেন্দ্রকে খোঁচা মমতার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: কলকাতায় এলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
কলকাতা: বৃহস্পতিবার কলকাতায় এলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পহেলগাঁও হামলার প্রায় ২ মাস পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত্ করলেন ওমর আবদুল্লা। নবান্নে একাধিক বিষয় নিয়ে আলোচনা হল দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। মমতাকে কাশ্মীর যাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী। অন্যদিকে কাশ্মীরকে সবরকমের সাহায্য করতে প্রস্তুত বাংলা, জানিয়ে দিলেন মমতা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওমর আবদুল্লা জানান, ‘‘ “পহেলগাও হামলা এবং ‘অপারেশন সিন্দুর’-এর পর দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) পুঞ্চ ও রাজৌরিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে ও তাদের পাশে দাঁড়াতে একটি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন। তাঁর এই উদ্যোগের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞ। আমি দিদিকে জম্মু ও কাশ্মীরে আমন্ত্রণ জানাতে চাই। আগামী দিনে পশ্চিমবঙ্গ ও জম্মু-কাশ্মীরের মধ্যে বাণিজ্য, পর্যটন এবং পারস্পরিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতা হোক—এই আমার আন্তরিক ইচ্ছা। পশ্চিমবঙ্গ থেকে আসা সমস্ত পর্যটকদের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’’
advertisement
advertisement
ওমর আবদুল্লার সঙ্গে কথোপকথনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘‘কাশ্মীরের যে ভাইবোনরা আছেন, পহেলগাঁও ঘটনার পর উনি যে এসেছেন, আমরা কাশ্মীরকে সব সহযোগিতা করতে প্রস্তুত। কেন্দ্রকেও দেখতে হবে কাশ্মীর এত সুন্দর জায়গা, সবাই যেতে পছন্দ করেন। কেন্দ্রকেও নিরাপত্তা দিতে হবে। ওমর আব্দুল্লার কাছেও এত সিকিউরিটি (নিরাপত্তা) নেই। এটাও কেন্দ্রকে দেখতে হবে। সবাইকে সিকিউর করতে হবে। পহেলগাঁও দেখতেও সবাই যায়। আমাদের দেশের এটা সুন্দর জায়গা। আমি কাশ্মীরকে ভালোবাসি। কাশ্মীর খুব সুন্দর জায়গা। আমি পর্যটন দফতরকে বলব যাতে ওখানকার সংস্কৃতি এখানে আনা যায়… আমরা ওদের খুব ভালবাসি।’’
advertisement
ভূস্বর্গে গিয়ে সিনেমার শ্যুটিংয়ের পরামর্শ দিলেন মমতা। তিনি বলেন, ‘‘টলিউডকে বলব কাশ্মীরে গিয়ে শুটিং করুন। দুর্গাপুজো, ১৫ই অগাস্ট, ২৬ এ জানুয়ারি আমরা কাশ্মীর থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2025 5:37 PM IST