'জগন্নাথ মন্দির লোকাল সম্পত্তি নয়'! রথ যাত্রার বৈঠক থেকে অখিল গিরিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
- Published by:Sudip Paul
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Rath Yatra 2025: দিঘায় রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথ যাত্রা যাত্রা উপলক্ষ্যে দিঘার নিরাপত্তা, হোটেল ভাড়া, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু নিয়েই বার্তা দেন মুখ্যমন্ত্রী।
দিঘায় রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথ যাত্রা উপলক্ষ্যে দিঘার নিরাপত্তা, হোটেল ভাড়া, পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু নিয়েই বার্তা দেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠক থেকে অখিল গিরিকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিঘার জগন্নাথ মন্দির ‘লোকাল সম্পত্তি নয়’ বলে জানান মুখ্যমন্ত্রী।
নবান্নের সভাগৃহের বৈঠক থেকে অখিল গিরির উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”এটা তোমাদের কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। আমার লোক নিতে হবে ওর লোক নিতে হবে। এগুলো হিডকো দেখে নেবে। তোমাদের কাজ সহযোগিতা করা।” এই সময়ে কেউ যাতে কোনওরকম সমস্যার সৃষ্টি করতে না পারে সেই বার্তাও বৈঠক থেকে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
এছাড়াও মুখ্যমন্ত্রী এদিনের সভা থেকে বার্তা দেন, প্রায় ২ লক্ষ পুণ্যার্থী রথের দিন দীঘায় আসবেন। তাঁদের সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সকলেই যাতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে। জানা গিয়েছে, ওই দিন মুখ্যমন্ত্রী নিজেও সেখানে থাকবেন। রথযাত্রার দুদিন আগে থেকেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা চলে যাবেন দীঘায়।
advertisement
advertisement
এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্য়ায় আরও জানিয়েছেন,”রথযাত্রার দড়ি যাতে সবাই ছুঁতে পারে তার জন্য কিছু পদ্ধতি নিতে হবে। দড়িটা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। দড়িটা যদি ধর্মীয় প্রবণ মানুষ বা ইসকনের তরফে টানা হয় তাহলে কোন প্রশ্ন থাকবে না। “
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 8:17 PM IST