অভিনেতা গিরিশ কারনাডের মৃত্যুতে আমি শোকাহত: মমতা
Last Updated:
শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, 'অভিনেতা গিরিশ কারনাডের মৃত্যুতে শোকাহত৷ কন্নড় ও হিন্দি নাটকে দক্ষতার সঙ্গে কাজ করেছেন৷'
#কলকাতা: প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ও অভিনেতা গিরিশ কারনাডের মৃত্যুতে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, 'অভিনেতা গিরিশ কারনাডের মৃত্যুতে শোকাহত৷ কন্নড় ও হিন্দি নাটকে দক্ষতার সঙ্গে কাজ করেছেন৷'
সোমবার বেঙ্গালুরুর লাভেলি রোডে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কারনাড। বয়স হয়েছিল ৮১ বছর। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। ক্রমশ তাঁর অধিকাংশ অঙ্গই বিকল হয়ে যায়। ১৯৩৮-এর ১৯মে তৎকালীন বম্বে শহরে জন্ম গিরিশের। চার ভাই-বোনের মধ্যে তৃতীয় ছিলেন তিনি। তাঁর প্রাথমিক পড়াশোনা কর্নাটকে। অঙ্ক এবং সংখ্যাতত্ত্বে স্নাতক হওয়ার পর রাজনীতি এবং অর্থনীতি নিয়ে অক্সফোর্ডে পড়াশোনা করেন। একসময় কাজ করতেন অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসে। পরে চাকরি ছেড়ে পুরোপুরি অভিনয় ও লেখালেখিতে যোগ দেন।
advertisement
মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, 'বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও চলচ্চিত্র অভিনেতা গিরিশ কারনাডের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আজ ৮১ বছর বয়সে বেঙ্গালুরুতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কন্নড়, হিন্দি নাটক ও চলচ্চিত্র জগতে তিনি দীর্ঘসময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জ্ঞানপীঠ, পদ্মশ্রী, পদ্মভূষণ ও অন্যান্য পুরস্কারে সম্মানিত গিরিশ কারনাডের মৃত্যু কন্নড় তথা সমগ্র ভারতের চলচ্চিত্র ও নাট্য জগতের এক অপূরণীয় ক্ষতি। আমি গিরিশ কারনাডের পরিবার- পরিজন ও অসংখ্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 10, 2019 12:50 PM IST