‘কংগ্রেস ভোটের আগেই এই সমঝোতা করলে ফলাফল হত অন্য’, কর্ণাটকের ফলে দেবগৌড়াকে শুভেচ্ছা মমতার

Last Updated:

‘কংগ্রেস ভোটের আগেই এই সমঝোতা করলে ফলাফল হত অন্য’, কর্ণাটকের ফলে দেবগৌড়াকে শুভেচ্ছা মমতার

#কলকাতা: কর্ণাটক নির্বাচনের ফলে খুশি তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার গঠনে কংগ্রেস-জেডিএস সমঝোতার পর জেডিএস নেতা এইচডি দেবেগৌড়াকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, এই সমঝোতা ভোটের আগে হলে দক্ষিণের রাজ্যে ফল অন্যরকম হতে পারত।
কর্ণাটক নির্বাচনের ফলে আঞ্চলিক দলের গুরুত্ব বাড়ল বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো ৷ তিনি বলেন, ‘কর্ণাটকের ফলে বাড়ল আঞ্চলিক দলের গুরুত্ব ৷ রাজ্যের চাহিদা ও আবেগকে গুরুত্ব দিতে হবে ৷ আঞ্চলিক দলগুলিকে সম্মান করা উচিত কংগ্রেস ও বিজেপির ৷ কেন্দ্রীয় সরকার প্রকল্প রূপায়ণ করলেও, প্রকল্প বাস্তবায়িত করে রাজ্য সরকারগুলি ৷’
advertisement
একইসঙ্গে কর্ণাটকের রাজ্যপালের সমালোচনাও করেছেন তৃণমূল সুপ্রিমো ৷ আসন সংখ্যার ভিত্তিতে বৃহত্তম দল হওয়ায় প্রথম দলের সম্মান দিয়ে এদিন বিজেপিকে ডেকে পাঠান রাজ্যপাল বাজুভাই ভালার ৷ সেই সিদ্ধান্তের সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রথম দল হিসেবে এখানে বিজেপিকে ডেকেছেন রাজ্যপাল ৷ গোয়া, মণিপুরে কংগ্রেস প্রথম হলেও ডাকা হয়নি ৷ এখানেও কংগ্রেস শতকরা হিসেবে ভাল ফল করেছে ৷ যদিও আসন সংখ্যায় বিজেপি এগিয়ে ৷ গণতান্ত্রিক পরিকাঠামোকে সম্মান করা উচিত ৷’
advertisement
advertisement
অন্যদিকে, দেবগৌড়ার প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘কর্ণাটকে দেবগৌড়াজির দলের ভাল ফলের জন্য আমি তাঁকে ধন্যবাদ জানিয়েছি ৷ তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, তাঁর কাছে কৃষক সমস্যা নিয়ে গিয়েছিলাম ৷ দেবগৌড়াজি আমাকে সাহায্য করেছিলেন ৷ সেই থেকে সম্পর্ক রয়েছে তাঁর সঙ্গে ৷’
শেষবেলায় রঙ বদলে ত্রিশঙ্কু সরকার গড়ার পথে কর্ণাটক। একক বৃহত্তম দল হয়েও ম্যাজিক ফিগার থেকে দূরেই থামল বিজেপির রথ। এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে মরিয়া কংগ্রেস। এমতাবস্থায় রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানালেন ইয়েদুরাপ্পা। সরকার গড়ার দাবি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ কংগ্রেস ও জেডিএস ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘কংগ্রেস ভোটের আগেই এই সমঝোতা করলে ফলাফল হত অন্য’, কর্ণাটকের ফলে দেবগৌড়াকে শুভেচ্ছা মমতার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement