CM Mamata Banerjee at I-PAC: I-PAC অফিসে ইডির হানা! দলের ডকুমেন্ট ‘লুটের‘ বিরুদ্ধে বিকেল ৪টেয় ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ রাজ্যজুড়ে

Last Updated:

CM Mamata Banerjee at I-PAC: বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শোরগোল৷ তৃণমূলের স্ট্রাটেজিস্ট অফিস, আইটি সেল I-PAC এর সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় ইডি।

News18
News18
কলকাতা: বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতায় শোরগোল৷ তৃণমূলের স্ট্রাটেজিস্ট অফিস, আইটি সেল I-PAC এর সল্টলেক সেক্টর ফাইভের অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালায় ইডি। তল্লাশির মাঝেই বেলা ১২ টা নাগাদ প্রথমে প্রতীকের বাড়িতে আর তারপর I-PAC-এর সল্টলেকের অফিসে পৌঁছন মমতা।
বৃহস্পতিবার প্রায় পৌনে এক ঘণ্টা পরে সল্টলেকে আইপ্যাকের দফতর থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমি জানি আপনারা উদ্বিগ্ন৷ মিডিয়াকে ধন্যবাদ৷ জেনে রাখুন সকাল ৬টা থেকে স্টার্ট হয়েছে এটা (ইডি রেইড), তখন অফিসে কেউ ছিল না৷ আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, আইফোন, স্ট্র্যাটেজি ইলেকশন, এসআইআরের কাজ চলছে, সেগুলো সব ফরেন্সিক টিম নিয়ে ট্রান্সফার করেছে৷ আমি মনে করি এটা ক্রাইম৷’’
advertisement
advertisement
টিএমসি সুপ্রিমো জানান, এই ঘটনার প্রতিবাদে রাজ‍্যজুড়ে প্রতিটি ওয়ার্ডে বিকেল ৪টের সময় মিছিল করবে তৃণমূলের সমর্থকরা। তিনি আরও বলেন, ’বিজেপি, কংগ্রেস এবং বামেরা একসঙ্গে লড়াই করছে। কিন্ত আমরা কাউকে ভয় পাই না। তৃণমূল কংগ্রেস বীরের মতো লড়াই করে।’ সূত্রের খবর, চন্দ্রিমা ভট্টাচার্য বিকেল চারটে থেকে নর্থ দমদমের মিছিল থাকবে।
মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এটা পার্টি অফিস৷ এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়৷ IPAC তৃণমূলের অথরাইসড টিম৷ সেই টিমের কাগজ লুট করা হয়েছে৷ আমাদের দলের স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা, নথি পত্র সব ছিল৷ সমস্ত টেবিল ফাঁকা৷ সব সীমা ছাড়িয়ে গেছে৷ মানুষ কে সাহায্য করার জন্য আমাদের কাজ চলছে। এটা প্রাইভেট অর্গানাইসেশন নয়। তৃণমূল কংগ্রেস এর অথরাসাইড এটা। এটা ক্রাইম। এটা কি ঠিক হয়েছে? আমরা ইনকাম ট্যাক্স দি। আমাদের অডিট হয় প্রয়োজনে ইডি ইনকাম টাক্স থেকে কাগজ নিতে পারত৷ যদি প্রয়োজন থাকত নোটিস পাঠাত৷’’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee at I-PAC: I-PAC অফিসে ইডির হানা! দলের ডকুমেন্ট ‘লুটের‘ বিরুদ্ধে বিকেল ৪টেয় ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ রাজ্যজুড়ে
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement