CM Mamata Banerjee || থ্রি-ডি লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধনে দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী

Last Updated:

CM Mamata Banerjee || থ্রি-ডি লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধন করতে বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতীকী ছবি
মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতীকী ছবি
কলকাতা: দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী। থ্রি-ডি লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধন করতে বৃহস্পতিবার দক্ষিণেশ্বরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন  মহানাগরিক  ফিরহাদ হাকিম৷
এদিন মুখ্যমন্ত্রী জানান, "স্কাইওয়াকের জন্য অনেকগুলো মিটিং করতে হয়েছিল। অনেকে রাজি হচ্ছিলেন না। অনেক বাধা অতিক্রম করে আমরা এই কাজটা করতে পেরেছি। যখন আমি স্কাইওয়াকটা দেখতে এসেছিলাম তখন আমি চমকে গিয়েছিলাম। প্রতিটা অফিস,ইনস্টিটিউশন নিজদের মত করে কাজ করুন। দেখবেন ফল পাবেন৷"
advertisement
advertisement
চলতি বছর দক্ষিণেশ্বর মন্দিরের ১৬৭ তম প্রতিষ্ঠা বর্ষ। ইতিমধ্যেই মন্দিরের উন্নয়নে মুখ্যমন্ত্রী ১৩০ কোটি টাকা খরচ করেছেন মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বর মন্দিরে এসে বার্তা দেন মুখ্যমন্ত্রী। রামকৃষ্ণদেবের বাণী পাঠ করার কথা বলেন। মৈত্রীর কথা বলেন।  জানান, অনেকে তাঁকে তিরস্কার করেন। কিন্তু তিনি কখনওই এর প্রতিবাদ করেন না। কারণ তাঁর ধারণা তিরস্কার করাও একটা শিল্প। তিনি চান, আমরা যেন কখনও আমাদের মস্তিষ্ককে আবর্জনাশালা বানিয়ে না ফেলি। বলেন, ”রামকৃষ্ণদেব বলে গিয়েছেন টাকা মাটি, মাটি টাকা। তাই প্রয়োজনের অতিরিক্ত কিছু চাওয়া ঠিক নয়।”
advertisement
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দক্ষিণেশ্বর ইন্টারন্যাশনাল টুরিস্ট ডেস্টিনেশন। তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন দক্ষিণেশ্বরের আদলে স্টেশন করেছিলেন। এই মন্দিরের কুঠি সংলগ্ন একটি সংগ্রহশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে মা ভবতারিণী, রানি রাসমণির শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ব্যবহৃত একাধিক সামগ্রী রয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CM Mamata Banerjee || থ্রি-ডি লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনীর উদ্বোধনে দক্ষিণেশ্বরে মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement