বিয়ে বাড়ি হোক বা পার্টি চোখ থেকে চশমা খুলে গাঢ় নীল রংয়ের লাইনার টানাই যায়। কিন্তু চশমা পরলে সেই সৌন্দর্য ঢাকা পড়ে যায়! অগত্যা একজোড়া কনট্যাক্ট লেন্স ব্যবহার করতেই হয়। অনেকে আবার চশমার পরিবর্তে নয়, চোখের মণির রং নিয়েও এক্সপেরিমেন্ট করতে কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। কিন্তু কনট্যাক্ট লেন্সের সঙ্গে মেক আপের সময়ে একটু সচেতন থাকা উচিত। নাহলে লেন্স থাকা অবস্থায় মেক আপে খামতি হলে বড় বিপদ হতে পারে।