নিরুপম সেনকে ট্যুইটে শ্রদ্ধা মমতার, শোকাহত রাজনৈতিক মহল

Last Updated:
#কলকাতা: ২০১৩ সালে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন নিরুপম সেন ৷ পরে সুস্থ হলেও পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন তিনি ৷ ফলে সক্রিয় রাজনীতি থেকে অনেকটা দূরে সরে যান ৷ ২০১৫ সালের পার্টি কংগ্রেসে তিনি সিপিআই(এম)-র কেন্দ্রীয় কমিটিতে বিশেষ আমন্ত্রিত সদস্য হন ৷ অসুস্থ অবস্থাতেও কমরেড নিরুপম সেন হুইল চেয়ারে বসে পার্টির অনেক সভা সম্মেলনে যোগ দিতেন ৷ সাম্প্রতিক সময়ে রাজ্যের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান, জনস্বাস্থ্য ও জনশিক্ষা ইত্যাদি বিষয়ে সদা উদ্বেগ প্রকাশ করতেন তিনি ৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে ৷
বাম সরকারের শেষ শিল্পমন্ত্রী নিরুপম সেনের প্রয়াণে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটে তিনি লেখেন, ‘পরিবারকে সমবেদনা জানাই ৷’
advertisement
advertisement
নিরুপম সেনের প্রয়াণে শোকাহত বাম রাজনৈতিক মহল ৷ সেই সংবাদ পাওয়ার পরই ট্যুইটে শোকপ্রকাশ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সুজন চক্রবর্তী ৷ তিনি লেখেন, ‘নিরুপম সেনকে রেড স্যালুট ৷ তাঁর প্রয়াণে গভীরভাবে শোকাহত আমি ৷’
WhatsApp Image 2018-12-24 at 09.58.31
advertisement
১৯৬৮ সালেই নাদনঘাটে বর্ধমান জেলার দশম সম্মেলনে নিরুপম সেন সিপিআই(এম)-র জেলা কমিটির সদস্য নির্বাচিত হন। পরে ১৯৮৯ সালে কমরেড রবীন সেন বর্ধমান জেলা কমিটি সম্পাদক পদ থেকে পার্টির রাজ্য সম্পাদকমন্ডলীতে এলে বর্ধমান জেলা সম্পাদকের দায়িত্ব পান নিরুপম সেন। সেই সময় থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেছেন ৷ জেলা থেকে রাজ্যে বর্ধিত দায়িত্ব নিয়ে আসেন ৷ ১৯৯৮ সালে কলকাতায় সি পিআই(এম)-র ষোড়শ কংগ্রেসে তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন ৷ ২০০৮ সালের পার্টি কংগ্রেসে তিনি সিপিআই(এম)-র পলিটব্যুরোর সদস্য হিসেবে নির্বাচিত হন ৷
advertisement
সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘বেকার সমাজের কথা ভেবেই সিঙ্গুরে শিল্প কারখানা তৈরির চেষ্টা করেছিলেন তিনি ৷ কিন্তু বিরোধীদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত আর তা হয়ে ওঠেনি বলে আক্ষেপ ছিল নিরুপম সেনের ৷’
ট্যুইটে শোকপ্রকাশ করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ তিনি লেখেন, ‘আজ সকালে আমরা নিরুপম সেনকে হারিয়েছি ৷ তিনি একজন সত্যিকারের কমিউনিস্ট ছিলেন ৷ রাজ্যের কৃষক সম্প্রদায় এবং মেহনতি মানুষের জন্য তিনি সবসময়ই ছিলেন নিবেদিত প্রাণ ৷’
advertisement
WhatsApp Image 2018-12-24 at 10.33.02
২০০৬ সালে বিপুল জনমত নিয়ে ক্ষমতায় ফিরেছিল বাম সরকার ৷ বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত হয়েছিল শক্তিশালী সরকার ৷ সেই তখন থেকেই শিল্প নিয়ে ভাবনা চিন্তা করেছিল রাজ্যের তৎকালীন মন্ত্রীসভা ৷ ‘কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যত ৷’ এই স্লোগানের অন্যতম জন্মদাতা ছিলেন প্রয়াত নিরুপম সেন ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নিরুপম সেনকে ট্যুইটে শ্রদ্ধা মমতার, শোকাহত রাজনৈতিক মহল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement