Mamata Banerjee: ‘পুলিশ রক্ত দিয়েছে, রক্ত নেয়নি’! আরজি কর কাণ্ডে পুলিশের ভূয়সী প্রংশসা করলেন মমতা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Mamata Banerjee: সোমবার প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে পুলিশ কর্তাদের একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এদিনের বৈঠকে আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: সোমবার প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে পুলিশ কর্তাদের একাধিক নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, এদিনের বৈঠকে আরজি করের ঘটনায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরজি কর কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। এবার সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ওইটুকু সময়ের মধ্যে পুলিশ যা তদন্ত করার করেছে। সব তদন্ত রিপোর্ট বলা যায় না।’’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘আমি খুশি বাংলার পুলিশ আন্দোলনে কিছু করেনি। এখানে যত আন্দোলন হয়েছে অনুমতি নেওয়া হয়নি। সুপ্রিম কোর্ট বলেছে আমিও বলছি আপনারা কাজে যোগ দিন। আপনারা যদি কথা বলতে চান ৫-১০ জন আসুন আসতেই পারেন। আপনারা স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন, আপনাদের যে দাবি ছিল সব পূরণ করা হয়েছে।’’
advertisement
আরও পড়ুন: ‘সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে নির্যাতিতার সব ছবি’! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
advertisement
বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের পুলিশ তো একজনকে ফাঁসির সাজা দিয়েছে। আমার কাছে আজ ও একটা মকুবের আবেদন এসেছিল। আমি না করে দিয়েছি। পুলিশের কাছে কোনও আবেদন আসছে না। পুলিশ রক্ত দিয়েছে কিন্তু কারও রক্ত নেয়নি। আমি তার জন্য পুলিশের প্রশংসা করি।’’
advertisement
মুখ্যমন্ত্রী আরও জানান, ‘‘কলকাতা পুলিশ কমিশনার নিজের আমার কাছে ৭ দিন আগে পদত্যাগ করার জন্য এসেছিলো। আপনারা বলুন পুজোর সময়। এখন আইন শৃঙ্খলাকে দেখবে। একটু ধৈর্য ধরুন। আপনারা আমাকে ১০ টা দাবি করতে পারেন। ৫ টা হ্যাঁ করতে পারি, ৫ টা না করতে পারি।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2024 2:11 PM IST