RG Kar Case SC Hearing: ‘সোশ‍্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে নির্যাতিতার সব ছবি’! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

RG Kar case in supreme court Hearing: আরজি কর মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। শুনানি পর্বের শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। প্রধান বিচারপতির বেঞ্চ খতিয়ে দেখে মুখবন্ধ খামে জমা পড়া স্টেটাস রিপোর্ট। সোশ‍্যাল মিডিয়া থেকে নির্যাতিতার সমস্ত ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।

‘সোশ‍্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে নির্যাতিতার ছবি’! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
‘সোশ‍্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে নির্যাতিতার ছবি’! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি: আরজি কর মামলার শুনানি শুরু হল সুপ্রিম কোর্টে। শুনানি পর্বের শুরুতেই স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। প্রধান বিচারপতির বেঞ্চ খতিয়ে দেখে মুখবন্ধ খামে জমা পড়া স্টেটাস রিপোর্ট। সোশ‍্যাল মিডিয়া থেকে নির্যাতিতার সমস্ত ছবি সরিয়ে ফেলার নির্দেশ দিল সর্বোচ্চ আদালত।
ঘটনার পর পরই সোশ‍্যাল মিডিয়ায় একাধিক জায়গায় ছড়িয়ে পড়ে নির্যাতিতা তরুণীর ছবি। এদিনের শুনানিতে এ প্রসঙ্গে কড়া নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। জুনিয়র ডাক্তারদের আইনজীবীকে প্রধানবিচারপতি প্রশ্ন করেন, ‘‘আপনারা এই ছবিগুলো পেলেন কীভাবে?’’
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ, সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে নির্যাতিতার দেহের ছবি সরিয়ে ফেলতে হবে। প্রসঙ্গত, এদিনের শুনানিতে প্রশ্ন তোলা হয় তরুণী চিকিত্‍সকের ময়না তদন্তের প্রক্রিয়া নিয়েও।
সিবিআইয়ের তরফে জানানো হয়, ময়নাতদন্ত কখন করা হয়েছে— সেই সময়ের উল্লেখ নেই। যদিও রাজ্যের আইনজীবীর যুক্তি, সব কিছু উল্লেখ রয়েছে। তখন আইনজীবী ফিরোজ এডুলজি বলেন, “দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত শুধুমাত্র ১০ বার জিডি এন্ট্রি করা হয়েছে। পুরোটা পরে তৈরি করা হয়নি তো? অনেক রহস্য রয়েছে।” সেই সংশয়ের প্রেক্ষিতে রাজ্যের তরফে জানানো হয়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেখানে উপস্থিত ছিলেন। সন্দেহ হলে তাঁর কাছে রিপোর্ট চাওয়া হোক। সিবিআই-এর তরফও আদালতে জানানো হয়, ফরেন্সিক রিপোর্ট নিয়ে তাদের মনেও প্রশ্ন রয়েছে। তাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেটি এমসে পাঠাতে চায়। আইনজীবী এডুলজির মন্তব্য,তাঁর ২৭ বছরের কর্মজীবনে এমন মামলা তিনি দেখেননি।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
RG Kar Case SC Hearing: ‘সোশ‍্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলতে হবে নির্যাতিতার সব ছবি’! কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement