২ নভেম্বর রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
৩ নভেম্বর রাজ্যপালের ঘরোয়া অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী
#কলকাতা: ২ নভেম্বর রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৩ নভেম্বর রাজ্যপালের ঘরোয়া অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই কলকাতা ফিরবেন। মমতার ঝটিকা সফরে দেখা হতে পারে দক্ষিণের বেশ কয়েকজন নেতার সঙ্গে। আগামী ৩০ তারিখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অনুষ্ঠানে কলকাতায় যোগ দেবেন তিনি।
৫ নভেম্বর নবান্ন সভাঘরে ইস্টার্ন জোনাল কাউন্সিলের অনুষ্ঠানেও যোগ দেবেন।
অন্যদিকে, গতকাল সোমবার কালীপুজোয় ধরা পড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যস্ততার এক 'অন্য' রূপ। বাড়ির কালীপুজো নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন মমতা। বাড়িতে হাজির দল ও প্রশাসনের বহু মানুষ। হাজির সাধারণ মানুষও। সোমবার পুজো দেখতে মমতার কালীঘাটের বাড়িতে যান সস্ত্রীক মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, সস্ত্রীক ডিজি। এছাড়াও প্রশাসনের একাধিক আধিকারিক গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। হাজির ছিলেন শিল্পপতি রুদ্র চট্টোপাধ্যায়, সুমিত আগরওয়াল, সঞ্জয় বুধিয়া-সহ অনেকেই। এদিন মুখ্যমন্ত্রী নিজের বাড়ি ঘুরিয়ে দেখান রাজ্যপাল লা গণেশনকে। রাজ্যপাল ও তাঁর স্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রী নিজের বাড়ি ঘুরিয়ে দেখান। পুজোর প্রস্তুতিও নিজেই সারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়ির কালীপুজোয় প্রতিবারই নিজে হাতে ভোগ রান্না করেন মুখ্যমন্ত্রী, এবারও তার ব্যতিক্রম হল না।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2022 10:17 PM IST